গতকাল শুক্রবার লস এঞ্জেলেসের ডাউনটাউনে ১৮ চাকার রিগের (ট্রাক) নিচে পরে মারা যায় বলে জানায় কর্তৃপক্ষ। লস এঞ্জেলেস ফায়ার বিভাগের কর্মকর্তা Margaret Stewart বলেন, সেন্ট্রাল এভিনুয়ের নিকটে ইস্ট সেভেনথ স্ট্রিটের ১২০০ ব্লকে বৃহস্পতিবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে।
ট্রাক চালক দেওয়া ভাষ্যমতে ওয়েস্ট ফুটপাথ উপর সেভেন্থ স্ট্রিটের পশ্চিমে তিনি লোকটিকে হাঁটতে দেখেন যখন তিনি সেভেনথ থেকে মার্চেন্ট স্ট্রিট মুখী হন, বলে জানান লস এঞ্জেলেস পুলিশ বিভাগের কেন্দ্রীয় ট্রাফিক ব্যুরোর লে. Nate উইলিয়ামস।
ড্রাইভার জানান যে, তিনি সেভেনথ স্ট্রীটে ট্রাকটি টার্ন করার সময় আচমকা দুর্ঘটনাটি ঘটে।
ড্রাইভার ট্রাকটি থামিয়ে নিচে নামে তখনই আশেপাশের লোকজন পথচারীকে মৃত ঘোষণা করে, বলে জানায় উইলিয়ামস। এখনো পর্যন্ত মৃত লোকটির পরিচয় জানা যায় নি। তবে ট্রাক ড্রাইভার তদন্তে সহায়তা করেছে বলে জানা যায়।
ট্রাক চালক দেওয়া ভাষ্যমতে ওয়েস্ট ফুটপাথ উপর সেভেন্থ স্ট্রিটের পশ্চিমে তিনি লোকটিকে হাঁটতে দেখেন যখন তিনি সেভেনথ থেকে মার্চেন্ট স্ট্রিট মুখী হন, বলে জানান লস এঞ্জেলেস পুলিশ বিভাগের কেন্দ্রীয় ট্রাফিক ব্যুরোর লে. Nate উইলিয়ামস।
ড্রাইভার জানান যে, তিনি সেভেনথ স্ট্রীটে ট্রাকটি টার্ন করার সময় আচমকা দুর্ঘটনাটি ঘটে।
ড্রাইভার ট্রাকটি থামিয়ে নিচে নামে তখনই আশেপাশের লোকজন পথচারীকে মৃত ঘোষণা করে, বলে জানায় উইলিয়ামস। এখনো পর্যন্ত মৃত লোকটির পরিচয় জানা যায় নি। তবে ট্রাক ড্রাইভার তদন্তে সহায়তা করেছে বলে জানা যায়।