বৃহস্পতিবার ল্যানচেস্টারে একজন মহিলা গুলিবিদ্ধ হয় এবং পরে তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে দেওয়া তথ্য অনুযায়ী সন্ধ্যা ৮টা ৫০মিনিটে গুলিবিদ্ধ হয় ঐ নারী।
শেরিফের ল্যানচেস্টার স্টেশনের কর্মকর্তা লে হ্যারল্ড মোরে বলেন,“কোথায় নারীকে গুলি করার ঘটনাটি ঘটে এবং কে গুলি করে তা খোঁজ করতে কাজ করে যাচ্ছে শেরিফের ডেপুটিরা”।
শেরিফের ডেপুটি হাসপাতালে গুলিবিদ্ধ নারীর সাথে দেখা করেন কিন্তু তার বয়স ও অন্যান্য তথ্য সম্পর্কে জানা যায় নি।
শেরিফের ল্যানচেস্টার স্টেশনের কর্মকর্তা লে হ্যারল্ড মোরে বলেন,“কোথায় নারীকে গুলি করার ঘটনাটি ঘটে এবং কে গুলি করে তা খোঁজ করতে কাজ করে যাচ্ছে শেরিফের ডেপুটিরা”।
শেরিফের ডেপুটি হাসপাতালে গুলিবিদ্ধ নারীর সাথে দেখা করেন কিন্তু তার বয়স ও অন্যান্য তথ্য সম্পর্কে জানা যায় নি।