লস এঞ্জেলেস

রামেন নুডলসবাহী semitrailer দুর্ঘটনা

গতকাল এক লোকের খামখেয়ালীপনায় রামেন নুডলসবাহী semitrailer সাথে ধাক্কা লেগে এক দুর্ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ। এই দুর্ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করে, বলে জানায় কর্তৃপক্ষ।   কেন গ্রেফতার করা হয়েছিল তার কারন স্পষ্ট করে কিছু জানা যায় নি। 
ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল রিপোর্ট,“বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৫মিনিটে সান গ্যাব্রিয়েল নদীর(৬০৫) ফ্রিওয়েতে উত্তরদিকগামী semitrailer টির সাথে পূর্বদিকগামী Pomonaর মুখোমুখি ধাক্কা লাগে”।
লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট বলে, দমকল কর্মীরা ৮টা নাগাদ চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।ড্রাইভারকে নিরাপদে বের করে আনা হয় এবং অন্য কেউ আহত হয় নি বলে জানা যায়। একটি ডেস্প্যাচার বলেন,“চালককে ঘটনাস্থল থেকে গ্রেফতার হয়ে ছিল কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নয়”। 
দুর্ঘটনায় উত্তরদিকগামী রোডগুলো বন্ধ ছিল। যদিও এক লেন  প্রায় ৪৫ মিনিট পরে খোলে দেওয়া হয়েছিল। শুক্রবার ২টা ২০ মিনিটে পুনরায় সকল জাহাজ চলাচল শুরু হয়েছে।