শুক্রবার Inglewood এ সেন্ট মেরি একাডেমির তিন ছাত্রী একটি ট্রাকের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
কর্তৃপক্ষ জানায়,“প্রায় ১টা ৩৫মিনিটের দিকে Prairie ও Grace এভিনুয়ে দুর্ঘটনাটি সংগঠিত হয়”। আহত ছাত্ররা আশঙ্কামুক্ত বলে জানান তদন্তকারীরা।
দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে তা এখনো জানতে পারে নি পুলিশ। তবে এই ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।
কর্তৃপক্ষ জানায়,“প্রায় ১টা ৩৫মিনিটের দিকে Prairie ও Grace এভিনুয়ে দুর্ঘটনাটি সংগঠিত হয়”। আহত ছাত্ররা আশঙ্কামুক্ত বলে জানান তদন্তকারীরা।
দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে তা এখনো জানতে পারে নি পুলিশ। তবে এই ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।