লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। গত শনিবার ৬ মে দিবাগত রাত ১টার দিকে ফ্রী ওয়ে ১০এ এক মারাত্মক দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারাণ আদীব হাসনাত (২০) নামের ঐ বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ। এসময় তিনি সিটি অব ওয়ালনাটের সিটি অফিসিয়ালদের সাথে স্বেচ্ছাসেবকদের এক
মিটিং শেষে নিজ বাসায় ফিরছিলেন।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।
লস এঞ্জেলেসের সাব আর্বান সিটি ওয়েস্ট কভিনায় বসবাসরত হাবীব হাসনাত বাদল ও আকলিমা হাসনাত মিলি’র সন্তান আদীব হাসনাত। তিনি এ বছর সফলতার সাথে হাইস্কুল গ্রাজ্যুয়েশন সম্পন্ন করে ইউনিভারসিটি অব আরভাইনে এঞ্জিনিয়ারিং এ পড়ার আমন্ত্রণ পেয়ে সেখানে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
১০ মে বুধবার দুপুর ১২ টায় মসজিদ আল ফাতিহা, ২১০ সাইট্রাস এভেন্যু, আজুসা, ক্যালিফোর্নীয়া- ৯১৭০২ ঠিকানায় য় মরহুমের নামাজে জানাজা শেষে লাইভ ওক মর্চ্যুয়ারী, ২০০ ইষ্ট ডুয়ার্টে রোড, মনরোভিয়া, ক্যালিফোর্নীয়া- ৯১০১৬ ঠিকানায় সমাহিত করা হয়।
এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।
লস এঞ্জেলেসের সাব আর্বান সিটি ওয়েস্ট কভিনায় বসবাসরত হাবীব হাসনাত বাদল ও আকলিমা হাসনাত মিলি’র সন্তান আদীব হাসনাত। তিনি এ বছর সফলতার সাথে হাইস্কুল গ্রাজ্যুয়েশন সম্পন্ন করে ইউনিভারসিটি অব আরভাইনে এঞ্জিনিয়ারিং এ পড়ার আমন্ত্রণ পেয়ে সেখানে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
১০ মে বুধবার দুপুর ১২ টায় মসজিদ আল ফাতিহা, ২১০ সাইট্রাস এভেন্যু, আজুসা, ক্যালিফোর্নীয়া- ৯১৭০২ ঠিকানায় য় মরহুমের নামাজে জানাজা শেষে লাইভ ওক মর্চ্যুয়ারী, ২০০ ইষ্ট ডুয়ার্টে রোড, মনরোভিয়া, ক্যালিফোর্নীয়া- ৯১০১৬ ঠিকানায় সমাহিত করা হয়।
এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি