বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেসের (বাফলা) ২০১৭-২০১৯ সালের নতুন ক্যাবিনেট গঠনের জন্য গত ১৪ মে বাফলার প্রধান নির্বাচন কমিশনার রুমী সোলায়মানের কাছে নমিনেশন পেপার জমা দিয়েছেন ৭জন সমাজকর্মী।
প্রেসিডেন্ট পদের জন্য নমিনেশন পত্র জমা দিয়েছেন নজরুল আলম, ভাইস প্রেসিডেন্টের জন্য মুরশেদুল ইসলাম, জেনারেল সেক্রেটারির জন্য ইঞ্জিনিয়ার শহিদ ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারির পদে চুনু মল্লিক, ফাইন্যান্স সেক্রেটারি পদের জন্য শহিদুল হক স্বপন, পাবলিক রিলেশন সেক্রেটারি পদের জন্য এলএ বাংলা টাইমসের সিইও, তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুস সামাদ এবং কালচারাল সেক্রেটারি পদের জন্য আঞ্জুমান আরা শিউলি।
বাফলার বোর্ড অব ট্রাস্টি ও নির্বাচন কমিশনে আছেন রফিক আলম, হাবিব আহম্মেদ টিয়া ও ইফতেখার আহমেদ।
বাফলার পরবর্তী প্রেসিডেন্ট হবেন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্ণিয়ার সাধারন সম্পাদক নজরুল আলম।
লস এঞ্জেলেসের ২২টি সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে ১০ বছর পূর্বে গঠিত হয় বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেস যা বাফলা নামে পরিচিত। বছর জুড়ে বিভিন্ন চ্যারিটি কার্যক্রম ছাড়াও বাফলা লস এঞ্জেলেসে বাংলাদেশ ডে প্যারেডের আয়োজন করে আসছে। শুধুমাত্র জমকালো প্যারেডের জন্যই বাফলার বাজেট থাকে প্রায় ৫০ হাজার ডলারের উপর।
দুইবছর মেয়াদী বাফলার ক্যাবিনেটের বর্তমান প্রেসিডেন্ট ডাঃ আবুল হাশেম শারীরিক অসুস্থ্যতার কারনে বছর পার হতেই তার দায়িত্ব ছেড়ে দেবার সিদ্ধান্ত নিলে এই নতুন কমিটি নির্বাচনের কার্যক্রম শুরু হয়।
যেহেতু ৭টি পদের জন্য ৭জন প্রার্থীই নমিনেশন পেপার জমা দিয়েছেন এবং সেহেতু বিনা প্রতিদ্বন্ধিতাই অন্যান্যদের সাথে বাফলার পরবর্তী সভাপতি হচ্ছেন বর্তমানের জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্ণিয়ার সাধারন সম্পাদক প্রগতিশীল সমাজকর্মী বিশিষ্ট ব্যবসায়ী নজরুল আলম । স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে নিয়ে তিনি নতুন বাফলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেছেন।
এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি
প্রেসিডেন্ট পদের জন্য নমিনেশন পত্র জমা দিয়েছেন নজরুল আলম, ভাইস প্রেসিডেন্টের জন্য মুরশেদুল ইসলাম, জেনারেল সেক্রেটারির জন্য ইঞ্জিনিয়ার শহিদ ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারির পদে চুনু মল্লিক, ফাইন্যান্স সেক্রেটারি পদের জন্য শহিদুল হক স্বপন, পাবলিক রিলেশন সেক্রেটারি পদের জন্য এলএ বাংলা টাইমসের সিইও, তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুস সামাদ এবং কালচারাল সেক্রেটারি পদের জন্য আঞ্জুমান আরা শিউলি।
বাফলার বোর্ড অব ট্রাস্টি ও নির্বাচন কমিশনে আছেন রফিক আলম, হাবিব আহম্মেদ টিয়া ও ইফতেখার আহমেদ।
বাফলার পরবর্তী প্রেসিডেন্ট হবেন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্ণিয়ার সাধারন সম্পাদক নজরুল আলম।
লস এঞ্জেলেসের ২২টি সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে ১০ বছর পূর্বে গঠিত হয় বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেস যা বাফলা নামে পরিচিত। বছর জুড়ে বিভিন্ন চ্যারিটি কার্যক্রম ছাড়াও বাফলা লস এঞ্জেলেসে বাংলাদেশ ডে প্যারেডের আয়োজন করে আসছে। শুধুমাত্র জমকালো প্যারেডের জন্যই বাফলার বাজেট থাকে প্রায় ৫০ হাজার ডলারের উপর।
দুইবছর মেয়াদী বাফলার ক্যাবিনেটের বর্তমান প্রেসিডেন্ট ডাঃ আবুল হাশেম শারীরিক অসুস্থ্যতার কারনে বছর পার হতেই তার দায়িত্ব ছেড়ে দেবার সিদ্ধান্ত নিলে এই নতুন কমিটি নির্বাচনের কার্যক্রম শুরু হয়।
যেহেতু ৭টি পদের জন্য ৭জন প্রার্থীই নমিনেশন পেপার জমা দিয়েছেন এবং সেহেতু বিনা প্রতিদ্বন্ধিতাই অন্যান্যদের সাথে বাফলার পরবর্তী সভাপতি হচ্ছেন বর্তমানের জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্ণিয়ার সাধারন সম্পাদক প্রগতিশীল সমাজকর্মী বিশিষ্ট ব্যবসায়ী নজরুল আলম । স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে নিয়ে তিনি নতুন বাফলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেছেন।
এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি