ক্যালিফোর্নিয়ায় আবাসন ও অবকাঠামো উন্নয়নে ৫২ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা গভর্নর নিউজমের
কবিতা
আশা
রঞ্জনা রায়
এগিয়ে চলেছি অথবা পিছিয়ে
জীবনের পথে সময়ের স্রোতে
এলোমেলো হই বেসামাল ঝড়ে
ক্লান্তি ঘনায় বৃষ্টির সুরে।
সময়ের তালে ইতিহাস লেখে
সুর বেসুরের পথিক হওয়া
রক্ত পলাশ আগুন ঝরায়
জীবনের পথ কখন ফুরায়?
হোঁচট খেয়ে চলছি শুধুই
ডাইনে বাঁয়ে ঝোপেঝাড়ে
জানিনা কোথায় থামতে হবে
স্বপ্ন কোথায় ছন্দ হারায়?
তোমার চোখে আকাশ আঁকা
আমার মনে বসন্ত সুর
তোমার আমার একলা যাপন
গভীর গোপন রুদালী মন।
চলতে চলতে একটি আশা
মন নদীতে সাঁতার কাটে
একলা দিনের বিমর্ষ ছাই
মৈত্রী স্রোতে যাবে ভেসে।
News Desk
শেয়ার করুন