শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
আবারও মেসেজ দেখার অপশন ফিরছে ফেসবুক অ্যাপে
ছবি: এলএবাংলাটাইমস
২০১৬ সালে ফেসবুক অ্যাপেই মেসেজিং, লাইক, কমেন্ট দেখার সুযোগ ছিল। কিন্তু এখন আর সে সুযোগ নেই। ফেসবুকে সে অপশনটি বন্ধ করে দেয় মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে যাতে সবাই মেসেজিং করতে পারে।
এমন সিদ্ধান্তে অনেক ইউজারই বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। কিন্তু আজ ফেসবুকের প্রধান জানাচ্ছেন তারা এই অপশনটি আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। ফেসবুক অ্যাপের মাধ্যমেই ইনবক্সের মেসেজ দেখা বা মেসেজ করার অপশন চালু করা হচ্ছে।
অপশনটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে৷ বিগত কয়েক বছর ফেসবুক শুধু পরিচিত এবং নিকটাত্নীয়দের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য নানা পরিবর্তন আনলেও চলতি বছর ফেসবুকের ডিসকভারি ফিডে আমূল পরিবর্তন আনা হয়েছে। ফেসবুক অ্যালগরিদমই নানা পরিবর্তন আনায় সহজেই ফিডে নতুন কিছু পাওয়া যাবে।
এলিসন জানান, অ্যাপে মেসেজিং এর অপশন চালু করায় মানুষ ফেসবুকেই ডিসকাশন করতে পারবে। ফেসবুক মানুষের জন্য আরও সহজ করতেই এমন সিদ্ধান্ত।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন