নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
ভারতের প্রধান মন্ত্রী মোদি মানসিক বিকারগ্রস্ত
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ
কেজরিওয়ালের দফতরে ভারতের
কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের
তল্লাশি চালানোর ঘটনাকে কেন্দ্র
করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য
সৃষ্টি হয়েছে।
কেজরিওয়াল মঙ্গলবার এ বিষয়ে বলেন,
‘তার দফতরে অভিযান চালিয়ে সিল
করে দিয়েছে সিবিআই।
রাজনৈতিকভাবে তার সঙ্গে কুলিয়ে
উঠতে না পেরে মোদি ভীরুতার আশ্রয়
নিয়েছেন। মোদি একজন কাপুরুষ এবং
মানসিক ব্যাধিগ্রস্ত।’
সিবিআইয়ের পক্ষ থেকে অবশ্য
কেজরিওয়ালের দাবিকে খারিজ
করে দিয়ে বলা হয়েছে, তার দফতর নয়;
বরং তার প্রধান সচিব রাজেন্দ্র
কুমারের দফতরে তল্লাশি চালিয়ে
দফতরটি সিল করে দেয়া হয়েছে।
তবে সিবিআইয়ের দাবি উড়িয়ে
দিয়ে কেজরিওয়াল বলেন, ‘সিবিআই
মিথ্যা কথা বলছে। আমার দফতরেই
তল্লাশি চালিয়ে সেটি সিল করে
দেয়া হয়েছে।
শেয়ার করুন