বিয়ের পিঁড়িতে বসছে হ্যাপি !
বর্তমানে মিডিয়াতে আলোচিত সমালোচিত
এবং বিতর্কিত নামের মধ্যে সর্বাগ্রেনাজনীন আক্তার হ্যাপি নামটাই চলে আসে।কত খবরের জন্ম দিয়েছেন হ্যাপি তার কোনইয়াত্তা নেই।সব ঘটনা পেছনে ফেলে নতুন খবরের জন্মদিতে চলেছেন তিনি। আর সেটা হচ্ছে, শেষপর্যন্ত রুবেলকে বাদ দিয়েই অন্য পুরুষকেবিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী হ্যাপী।আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায়গুলশান-১ হবে এ বিয়ের অনুষ্ঠান। আর এ খবরদিয়েছেন হ্যাপী নিজেই। মঙ্গলবার রাতেহ্যাপী তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ২৩এপ্রিল আমার বিয়ে। সন্ধ্যা ৭টায় প্রোগ্রামশুরু। এর জন্য আমি খুবই এক্সাইটেট।যদিও তিনি পাত্রের নাম উল্লেখ করেননি।তবে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন গণমাধ্যমে রীতিমতজাবর কাটছে তার জীবনে নতুন সঙ্গীহিসেবে ডেড লাইনের পরিচালক ফাহিমইসলামের নাম। তাই ধারণা করা হচ্ছেপাত্র তিনিই।অবশ্য এই স্ট্যাটাসেই আগের এডিশনেহ্যাপী লেখেন, সাত দিন পরে তারা বিয়েকরতে যাচ্ছেন। তাই আসল বিষয়টা নিয়েধোঁয়াশা থেকেই যায়।এ ব্যাপারে সামাজিক যোগাযোগের মাধ্যমভাইবারে হ্যাপি জানান, যেটা স্ট্যাটাসে দিয়েছিসেটা সত্য কি মিথ্যা তার প্রমাণ পেতেএকটা দিন অপেক্ষা করেন। সব পরিষ্কারবুঝতে পারবেন। এখন এর বেশি কিছু জানাবোনা।হ্যাপির এমন স্ট্যাটাসের কথাগুলো কতটুকুবাস্তবে রূপ নেয় কিংবা আদেও তিনি বিয়েরপিঁড়িতে বসতে চলেছেন কি-না সেটা দেখাএবং জানা এখন শুধু সময়ের অপেক্ষামাত্র।
শেয়ার করুন