নোকিয়া ভক্তদের জন্য সুসংবাদ
আবার আসছে নোকিয়া
নোকিয়ার ভক্তরা শুনে খুশি হবেন আবার
স্মার্টফোনের দুনিয়ায় ফিরতে চলেছেনোকিয়া নাম৷ জনপ্রিয় এই মোবাইলপ্রস্তুতকারী সংস্থাটি ২০১৬সালে আবারস্মার্টফোনের দুনিয়ায় ফিরতে চলেছে৷কিছুদিন আগেই নোকিয়ার তরফে তাদেরনোকিয়া নাম ব্যবহার করে এন-১ট্যাবলেটটিবাজারে আনা হয়েছিল৷নোকিয়ার তরফে চিনের বাজারে আনাওহয়েছে তাদের এই ট্যাবলেটটি৷এবার তারা ২০১৬ থেকে স্মার্টফোনেরদুনিয়াতেও ফিরতে চলেছে বলে রি-কোডনামক একটি অনলাইন সংস্থার রিপোর্টেজানানো হয়েছে৷ রিপোর্টে জানানো হয়েছে,২০১৬ সালের মাঝামাঝি স্মার্টফোনেরদুনিয়ায় ফিরতে চলেছে এই ফিনল্যান্ডেরজনপ্রিয় এই মোবাইল প্রস্তুতকারীসংস্থাটি৷প্রসঙ্গত, গত বছর নোকিয়া অধিগ্রহণ করেমাইক্রোসফট৷তারপর থেকেই স্মার্টফোনেরদুনিয়া থেকে বিদায় নেয় নোকিয়া নামটি৷
শেয়ার করুন