নতুন মন্ত্রীদের শপথ সময়ের বাপার মাত্র
অনুষ্ঠানের জন্য প্রস্তুত ৬ গাড়ি
সরকারের মন্ত্রিসভায় আরও
রদবদল
হচ্ছে। বঙ্গভবনে মঙ্গলবার ছয়জন
নতুন
মন্ত্রী শপথ
নেবেন। তাদের
শপথ
অনুষ্ঠানে যোগ
দেওয়ার
জন্য
ছয়টি
গাড়ি
প্রস্তুত রাখা
হয়েছে। পরিবহন
পুলের
কর্মকর্তারা নতুন
মন্ত্রীদের জন্য
ছয়টি
গাড়ি
প্রস্তুত রেখেছেন। মঙ্গলবার সকাল
সাড়ে
১০টায়
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সামনে
গিয়ে
দেখা
যায়,
চারটি
গাড়ি
সেখানে
আনা
হয়েছে। বাকি
দুটি
গাড়ি
আসছে। তবে
কোন
গাড়িটি
কার
জন্য
রাখা
হয়েছে
তা
জানাতে
পারেননি পরিবহন
পুলের
কর্মকর্তারা।
এদিকে,
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামন খান
কামাল
তার
মন্ত্রণালয়ের মন্ত্রী, বিজ্ঞান ও
প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস
ওসমান
ওই
মন্ত্রণালয়ের পূর্ণ
দায়িত্ব পাচ্ছেন বলে
শোনা
যাচ্ছে। প্রবাসীকল্যাণ ও
বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন নুরুল
ইসলাম
বিএসসি। অভিনেত্রী তারানা
হালিমকে ডাক
ও
তথ্য
প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা
হচ্ছে।
এ
ছাড়া
সংসদ
সদস্য
নূরুজ্জামান আহমেদকে মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত করা
হচ্ছে।
তবে
এখনো
নির্ভরযোগ্য কোনো
সূত্রে
বিষয়টি
নিশ্চিত হওয়া
যায়নি।
শেয়ার করুন