যুক্তরাষ্ট্রজুড়ে “নো কিংস” বিক্ষোভের আগে ন্যাশনাল গার্ড মোতায়েন
নিহত জাপানি নাগরিককে রংপুরে দাফন
মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন
বাংলাদেশে অজ্ঞাত আততায়ীর গুলিতে
নিহত জাপানি নাগরিক "হোশি কুনিও" ওরফে "গোলাম মোহাম্মাদ কিবরিয়া" কে
রংপুরের মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা
হয়েছে।
এর আগে মি. কুনিওকে বাংলাদেশে দাফন
করার ব্যাপারে জাপান সরকারের কোনো
আপত্তি নেই বলে জানানো হয়।
রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক
বিবিসি বাংলাকে জানান, সোমবার রাত
আনুমানিক তিনটার দিকে তাকে দাফন করা
হয়।
সেসময় জেলা প্রশাসক এবং অন্যান্য
কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এর আগে রংপুর সিটি করপোরেশনের মেয়র
সরফুদ্দীন আহমেদ ঝন্টু বিবিসি বাংলাকে
জানান, মি. কুনিওর মরদেহ দাফন করার জন্য
সোমবার মধ্যরাতে তাঁর কাছ থেকে অনুমতি
নেয় স্থানীয় প্রশাসন।
সেসময় তাকে বলা হয়েছিল, যেকোন সময়
দাফন হতে পারে, তাই তড়িঘড়ি অনুমতি নেয়া
হচ্ছে।
মি. কুনিওকে বাংলাদেশে দাফন করার
ব্যাপারে জাপান সরকারের কোনো আপত্তি
নেই, জানার পরই তিনি জেলা প্রশাসনকে
অনুমতি দেন, বলে জানান মেয়র।
এর আগে মি. কুনিওকে বাংলাদেশে দাফন
করার ব্যাপারে জাপান সরকারের কোনো
আপত্তি নেই বলে জানানো হয়।
৩রা অক্টোবর রংপুরের কাউনিয়া থানায়
আলুটারি এলাকায় অজ্ঞাত আততায়ীর
গুলিতে নিহত হন মি. কুনিও।
এরপর থেকে তার লাশ রংপুর মেডিকেল
কলেজের হিমঘরে রাখা ছিল।
শেয়ার করুন