শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
বিকিনি পরে যাওয়া যাবে অফিসে!
ভারতের পর্যটন অঞ্চল গোয়ার কংগ্রেস দলীয়
বিধায়ক অ্যালেস্কিও রেজিনাল্ডো লরেন্সোবলেছেন, সরকারি অফিসে নারীদের বিকিনি পরেআসার অনুমতি দেয়া উচিৎ।গোয়া সরকার রাজ্যের শিল্প ও সংস্কৃতি দফতরেরকর্মীদের জন্য নতুন ড্রেস কোড চালুরপরিপ্রেক্ষিতে বুধবার গোয়া বিধানসভার বাইরেসাংবাদিকদের এ কথা বলেন তিনি।ড্রেস কোড বিষয়ে গোয়া সরকারের নতুন নিয়মেরতীব্র সমালোচনা করে অ্যালেস্কিও রেজিনাল্ডোবলেন, ‘প্রত্যেককে নিজেদের পছন্দের পোশাক পরেঅফিসে আসতে দেয়া উচিৎ। এমনকি, কেউ বিকিনিপরে অফিসে এলে আপত্তির কিছু নেই। সরকারিদফতরে কেউ যদি বিকিনি পরে আসতে চান, তবেতাতেও অনুমতি দেওয়া প্রয়োজন।’সরকার ঘোষিত নতুন ড্রেস কোড অনুযায়ী শিল্প ওসংস্কৃতি বিভাগের কর্মিরা এখন থেকে স্লিভলেসজামা, জিনস ও কট প্যান্ট, টি-শার্ট ও পায়জামাপরে অফিসে আসতে পারবেন না।
শেয়ার করুন