শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
ভারতে গরুর ফটোসেশন - হিন্দুদের বাড়াবাড়ি ও পাগলামি
মুসলিমদের অধিকার ধ্বংস
ভারতের মহারাষ্ট্রের পুলিশ ঐ রাজ্যের গরুরমালিকদের নির্দেশ দিয়েছে তাদের গরুর ছবি তুলেসেগুলো পুলিশের খাতায় জমা রাখতে। রাজ্যে গরুরমাংস খাওয়া এবং বিক্রি বন্ধের ওপর যে কঠোরনিষেধাজ্ঞা রয়েছে তা পালনের জন্যই এইনির্দেশ। চলতি মাসের গোড়া থেকে এইনিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। মালেগাঁও-এর পুলিশবলছে, অবৈধভাবে কোন গরু জবাই করা হচ্ছে কিনা, সে দিকে লক্ষ্য রাখার জন্যই গরুর ছবি তারাফাইলে রাখতে চায়। এই নিষেধাজ্ঞার যারাবিরোধী তারা বলছেন, এর মধ্য দিয়ে মুসলমান,খ্রিস্টান এবং নিম্নবর্ণের হিন্দুদের জন্য সস্তায়প্রোটিন পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে।
শেয়ার করুন