শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
অবিশ্বাস্য হলেও সত্যি গাধার আয় মাসে ৩ লাখ টাকা
কেউ কোনো কাজে অদক্ষ হলে আমরা রাগের মাথায়
বকা দিয়ে অনেক সময় তাকে গাধা বলে সম্বোধনকরি। কিন্তু যে প্রাণীকে নিয়ে এত মশকরা,হাসাহাসি এবং যার বোধবুদ্ধি নিয়ে ব্যঙ্গ ওউপমার বন্যা বইয়ে দেয় মানুষ, সেই গাধাই এখনকিনা খবরের শিরোনাম!‘গাধা’ মানেই কোনো কাজের না, ফেলনা জিনিস!ভারতের হরিয়ানার এই গাধাটি মোটেও ফেলনানয়। কারণ গাধাটি তার মালিককে মাসে তিন লাখটাকা উপার্জন করতে সাহায্য করে।হরিয়ানায় চলছে একটি জনপ্রিয় পশু মেলা। আরএতে প্রদর্শন করা হয়েছে ৫৪ ইঞ্চি লম্বা সেইগাধাটি। মালিক দাম হাঁকিয়েছে ভারতের মুদ্রায়৩ লাখ রুপি। আর বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে৪ লাখ টাকা।যদিও মালিকের হাঁকা এই দাম দিয়ে ভারতে কেনাযায় দুটি নতুন ন্যানো গাড়ি। তারপরও এতো টাকাদিয়েও সেই গাধাটিকে কিনতে চায় লোকজন।কিন্তু গাধার মালিক পঞ্জাবের বাসিন্দা মহিন্দ্রসিংহ তা বিক্রি করতে চান না। এমনিতেইবাজারে তুলেছেন। আর যে গাধা দিয়ে তার মাসিকআয় হয় প্রায় তিন লাখ টাকা সেটি বিক্রিকরবেনই বা কেন!মহিন্দ্রর দাবি, তিনি মূলত গাধাটিকে সঙ্করপ্রাণীর উৎপাদনে ব্যবহার করেন। গাধাকে ঘোড়ারসঙ্গে প্রজনন করিয়ে উচ্চমানের খচ্চর উৎপাদনকরার কাজে ব্যবহার করেন তিনি।আর প্রতিবার গাধাটির সঙ্গে ঘোড়ার প্রজননেরসময় মহিন্দ্র সিংহ ৫ হাজার টাকা নেন! এরফলে এক মাসেই তার আড়াই থেকে তিন লাখ টাকারোজগার। আর গরমকালে আয়ের পরিমাণ তো আরোঅনেক বেশি।
শেয়ার করুন