আপডেট :

        সমুদ্র বাণিজ্যে নতুন ফি: বন্দরে অতিরিক্ত খরচের ঘোষণা

        বাংলাদেশী শর্ট ফিল্ম 'নিশি'র EMA জয়

        মিরাজের প্রশংসা: বাংলাদেশ দলের খেলায় রয়েছে সম্ভাবনা

        পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ ব্লকেড: ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে শিক্ষকরা অটল

        গাজায় স্থায়ী শান্তির পথে: ট্রাম্প দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুর ঘোষণা দেন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট

        ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে হেলিকপ্টার দুর্ঘটনা: আহত ৫ জন হাসপাতালে

        প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে

        টেনেসিতে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ১৬ জনের মৃত্যুর আশঙ্কা, কেউ বেঁচে নেই

        মিসিসিপিতে ফুটবল খেলার পর গণগুলি: নিহত ৪, আহত ১২

        পুতিনের মন্তব্য: ট্রাম্প বঞ্চিত হওয়ায় নোবেল পুরস্কারের মর্যাদা ক্ষুণ্ণ

        সমুদ্রের তলায় ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি

        ইশরাক হোসেনের জীবনের নতুন অধ্যায়: কে তিনি বিয়ে করছেন?

        জ্বালানি উপদেষ্টা বলেন, এলপিজি সিলিন্ডারের মূল্য রাখতে হবে ১ হাজার টাকার মধ্যে

        চুয়েটের ‘টিম এসরো’ নাসার গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫-এর বিশ্বজয়ী

        নির্বাচনের ফেব্রুয়ারি তাং নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস: মন্তব্য

        সিরিজে রশিদের স্পিনে বাঙালিরা হেরেছে

        আসল নকল মিলছে? আপনার ফোন নকল কিনা জানতে এই উপায়গুলো অনুসরণ করুন

        হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ডেঙ্গুতে মৃত্যুর হার ১ থেকে ৩৮

        দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে তালেবান পররাষ্ট্রমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

৪৮ ঘণ্টা পার হলেও খোঁজ মেলেনি সালাহ উদ্দিনের

৪৮ ঘণ্টা পার হলেও খোঁজ মেলেনি সালাহ উদ্দিনের

তবে কি গুম ?

৪৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি বিএনপির যুগ্ম
মহাসচিব সালাহ উদ্দিন আহমদের। তাঁরস্ত্রী হাসিনা আহমদের দাবি, ‘ডিবি’পরিচয়দানকারী একদল অস্ত্রধারী মঙ্গলবাররাতে তাঁকে উত্তরা থেকে ধরে নিয়ে গেছে।উত্তরার ওই বাড়ির নিরাপত্তাকর্মীও সালাহউিদ্দনকে ধরে নেওয়ার বর্ণনা দিয়েছেন।তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানকামাল বলেছেন, কেউ সালাহউদ্দিনকে ধরে নিয়ে গেছে,নাকি তিনি নিজেই কোথাও গেছেন—এবিষয়টি তাঁর কাছে স্পষ্ট নয়। পুলিশ বলছে,তাঁকে গ্রেপ্তার করা হয়নি।সালাহ উদ্দিন আহমদকে কেন খুঁজে বেরকরা হবে না এবং ১৫ মার্চ সকাল সাড়ে ১০টায়তাঁকে কেন আদালতে হাজির করার নির্দেশদেওয়া হবে না, তা জানতে চেয়ে গতকালবৃহস্পতিবার রুল দিয়েছেন হাইকোর্ট।এর আগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুররহমান মান্নাকে তুলে নিয়ে যাওয়ার ২১ঘণ্টা পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে গুলশানথানায় হস্তান্তর করে র্যাব। এই ২১ঘণ্টা তিনি কোথায় ছিলেন,তা এখনো জানা যায়নি।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরকর্মকর্তারা মান্নার ২১ ঘণ্টা অবস্থানেরজায়গাটি সম্পর্কে ধারণা দিলেও স্পষ্টকরে কোনো তথ্য দেননি।সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী জানান,মঙ্গলবার রাতে উত্তরার ৩ নম্বর সেক্টরেরএকটি বাসা থেকে সালাহউদ্দিনকে ধরে নিয়ে যানডিবি পরিচয়ধারী ব্যক্তিরা। এরপর বুধবারতিনি গুলশান থানায়জিডি করতে গেলে থানা থেকে বলা হয়,‘যেহেতু ঘটনা উত্তরায়, তাই উত্তরা থানায়যেতে হবে।’ হাসিনা আহমেদ বলেন, ‘এরপরউত্তরা পশ্চিম থানায় গেলে তারা বলল,আমি নাকি একটা ভাসমান খবর নিয়ে এসেছি।আমি বললাম, বাসার লোকজনদেখেছে তাঁকে ধরে নিয়ে যেতে। পুলিশ বলে,বাসার মালিককে নিয়ে আসেন, আরওসাক্ষী নিয়ে আসেন। আমি একটা জিডিইতো করতে গিয়েছি, অন্য কিছু নয়।’স্বজনেরা জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরেরতিনতলা একটি বাড়ির দোতলায়আত্মগোপনে ছিলেন সালাহ উদ্দিন। ওই বাসারনিরাপত্তাকর্মী আখতারুল ইসলাম গতকাল বলেন,মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে বেশকয়েকটি গাড়ি নিয়ে একদল লোক ওই বাসারসামনে আসেন। বাসারসামনে তিনটি গাড়ি ছিল। কিছুক্ষণ পর রাত১০টা নাগাদ তাঁরা এসে বলেন, ‘আমরা ডিবিরলোক। কোনো সমস্যা নেই।’ পকেট গেটখোলা ছিল। তাঁরা কয়েকজন সেই গেটদিয়ে বাসার ভেতরে ঢুকে পড়লে আখতারুলজিজ্ঞেস করেন, ‘কী কারণে আসছেন?’তাঁরা বলেন, ‘পরে জানতে পারবি।’আখতারুল বলেন, এ সময় দুজন তাঁকে ‘চটকনা’ দেন।তাঁদের কাছে পিস্তল দেখে ভয় পান আখতারুল।তাঁরা নিজেদের ডিবির লোক বলে পরিচয় দেনএবং আখতারুলকে ‘চুপ করে বইসা থাক’বলে কয়েকজন দোতলায় চলে যান।আখতারুল বলেন, ‘সেখানে মনে হয়বুয়া দরজা খুলে দিছিল। লোকগুলা এরপর ২০-২৫মিনিট ছিল। নামার সময় চোখ বাঁধা অবস্থায়দুজন দুই পাশে ধরে তাঁরে (সালাহ উদ্দিনকে)নিয়ে নামছে।’পরে একটি মাইক্রোবাসে উঠিয়ে সালাহউদ্দিনকে নিয়ে চলে যান অস্ত্রধারীরা।আখতারুল জানান, আটকের চার দিন আগে ওইবাসার দোতলার ভাড়াটে মেহমানহিসেবে সালাহ উদ্দিনআহমেদকে নিয়ে আসেন। তাঁকে রেখে বাসারলোকজন চলে যান। পুলিশ সালাহউদ্দিনকে নিয়ে যাওয়ার পর ওই বাড়িরগৃহকর্মীও আর আসেননি।পাশের আরেকটি বাড়ির নিরাপত্তাকর্মী বলেন,রাত সোয়া নয়টার দিকে চারজন লোকএসে তাঁর কাছে একটি বাসার নম্বরজানতে চান। এরপরতিনি বাসাটি দেখিয়ে দেন। চারজনেরমধ্যে দুজনের কাছে অস্ত্র ছিল। তাঁদেরদেখে মনে হয়েছে পুলিশ-র্যাবের কেউ।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগরপুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনারমাসুদুর রহমান বলেন, ‘তাঁকে আমরা গ্রেপ্তারকরিনি।’গতকাল মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠানশেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানসাংবাদিকদের বলেন, সালাহ উদ্দিন আহমেদেরনিখোঁজের ঘটনা তাঁদের কাছে পরিষ্কার নয়।তিনি কোথাও গেছেন বা তাঁকে কেউধরে নিয়ে গেছে কি না, এসব বিষয়ে তদন্তচলছে।হাইকোর্টের রুল: সালাহ উদ্দিন আহমেদকে ২৪ঘণ্টার মধ্যে হাইকোর্টে হাজির করারনির্দেশনা চেয়ে তাঁর স্ত্রী হাসিনা আহমেদগতকাল ফৌজদারি কার্যবিধিতে একটি আবেদনকরেন। আবেদনকারীর পক্ষে শুনানি করেনআইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মওদুদআহমদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেনঅ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।আবেদনের প্রাথমিকশুনানি নিয়ে বিচারপতি কামরুল ইসলামসিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরেরসমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রুল দেন।স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবেরমহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহআট বিবাদীকে রোববারের মধ্যে রুলের জবাবদিতে বলা হয়েছে। শুনানিকালে আদালত বলেন,যেকোনো নিখোঁজ নাগরিককে খুঁজে বেরকরা রাষ্ট্রের বা সরকারের দায়িত্ব।পরে মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন,তাঁকে কেন খুঁজে বেরকরা হবে না এবং আদালতে হাজিরকরা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসাংবাদিকদের বলেন, এটা সাধারণ একজনলোকের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপার নয়।উনি বহুদিন ধরে অন্তরালে থেকে অজ্ঞাত স্থানথেকে ই-মেইলের মাধ্যমে হরতালবা অবরোধের কর্মসূচি দিয়ে আসছেন। এখনএটা খুব চিন্তার বিষয়, ওনাকে সত্যিই কেউঅপহরণ করল, নাকি উনি নিজেই আত্মগোপনকরে আছেন সরকারকে বিব্রত করার জন্য।সালাহ উদ্দিন আহমেদকে ‘অক্ষত’ অবস্থায়ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে গতকালবিকেলে সুপ্রিম কোর্টে ল রিপোর্টার্সফোরামের কক্ষে সংবাদ সম্মেলন করেনস্ত্রী হাসিনা আহমেদ। তিনি বলেন,‘এভাবে তুলে নিয়ে যাবে, কেউ কিছু বলবে না,এটা কীভাবে হয়?’খালেদা জিয়ার উদ্বেগ: বিএনপির চেয়ারপারসনখালেদা জিয়া বলেছেন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে গতমঙ্গলবার রাতের আঁধারে দরজা ভেঙে, চোখবেঁধে ও হাতকড়া পরিয়ে সালাহ উদ্দিনআহমেদকে তুলে নেওয়া হয়েছে। এ ঘটনায়উদ্বেগ, ক্ষোভ ও তীব্রনিন্দা জানিয়ে তাঁকে ফিরিয়ে দেওয়ারদাবি জানান তিনি।চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামালখানের সইকরা বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ইলিয়াসআলী, চৌধুরী আলমসহ সারা দেশে শত শতনেতা-কর্মীকে গ্রেপ্তারের পর অস্বীকারেরউদ্বেগজনক প্রবণতা এখন স্বাভাবিক ঘটনায়পরিণত হয়েছে। ক্ষমতাসীনেরা এর দায়এড়াতে পারে না।খালেদা জিয়া বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্তমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওঅন্যতম যুগ্ম মহাসচিব রুহুল কবিররিজভীকে গ্রেপ্তারের পর থেকে সালাহ উদ্দিনআহমেদ দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকরছিলেন। তিনি গ্রেপ্তার এড়িয়ে দল-জোটেরপক্ষ থেকে বক্তব্য-বিবৃতি ওকর্মসূচি ঘোষণা করে আসছিলেন।এতে ক্ষমতাসীনেরা যে তাঁর ওপর প্রচণ্ড ক্ষুব্ধছিল, তা তাদের শীর্ষপর্যায় থেকে ব্যক্ত ক্রুদ্ধপ্রতিক্রিয়াতেই স্পষ্ট হয়েছে।এদিকে সালাহউদ্দিনকে ধরে নিয়ে যাওয়ারপ্রতিবাদে ১৫ মার্চ কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।

শেয়ার করুন

পাঠকের মতামত