“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
এক ঝাঁক বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে স্বাস্থ্য সেবা চালু করলো এলএ বাংলা টাইমস
ছবিঃ এলএ বাংলা টাইমস
সারা বিশ্ব জুড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। মরণব্যাধী এই ভাইরাসটির সংক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশও। ভাইরাসটির কারণে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলোতে ফুটে উঠছে চিকিৎসা সংকটের করুণ চিত্র।
বাংলাদেশের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ তত্ত্ব ও গবেষণা সংস্থার পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা সম্প্রতি সবাইকে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার অনুরোধ করেন। বিভিন্ন সংবাদে যা দেখা যাচ্ছে বাস্তবে হচ্ছেও তাই। ৬৮ শতাংশ করোনা রোগী বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছে।
অবশ্য হাসপাতালে গিয়েই যেখানে চিকিৎসা পাওয়া যাচ্ছে না। সেখানে বাড়িতে বসে কেমন চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তা আমরা অনুধাবণ করতে পারি। স্বদেশে প্রাণঘাতী এই ভাইরাসটির সংক্রমণে এলএ বাংলা টাইমস ব্যথিত, মর্মাহত ও একইসাথে শঙ্কিত।
কিন্তু দূর প্রবাসে বসে বাংলাদেশের জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তার বাইরে কোন কিছুই করতে পারছি না আমরা। কিন্তু আমাদের ক্ষুদ্র সামর্থ্যের এই সহায়তা খুবই অপর্যাপ্ত। এই বিষয়টি আমরা খুব ভালভাবে অনুধাবন করতে পারছি।
সেইসাথে ভাইরাস মহামারির এই সময়ে সবচেয়ে বেশি দরকার চিকিৎসা সহায়তা। কিন্তু এই বিষয়ে কাজ করার আমাদের তেমন পূর্ব অভিজ্ঞতা নেই। আর তাই দীর্ঘদিনের চেষ্টায় বাংলাদেশের এই রকম একটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন এলএ বাংলা সিইও।
দীর্ঘদিন ধরে বাংলাদেশে অনলাইন প্লাটফর্মে চিকিৎসাসেবা দিয়ে আসছে কল এ ডক্টর বিডি নামের একটি প্রতিষ্ঠান। এলএ বাংলার পক্ষ থেকে বাংলাদেশে চলমান চিকিৎসা সংকট নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করা হয় প্রতিষ্ঠানটির কাছে।
সেইসাথে আমরা তাদের অনুরোধ করি অন্তত এলএ বাংলার বাংলাদেশি পাঠকদের চিকিৎসা সেবায় কিছু করা যায় কিনা। আমাদের অনুরোধে সামাজিক ও পেশাগত দায়বদ্ধতা থেকে সাড়া দিয়েছে প্রতিষ্ঠানটি।
তারা আমাদের বাংলাদেশি পাঠকদের চিকিৎসা সংক্রান্ত যে কোন পরামর্শে তাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের কল দিতে বলেন। আমাদের পক্ষ থেকে শুধু করোনা বিষয়ক পরামর্শের জন্য অনুরোধ করা হলেও, তারা জানান করোনার পাশাপাশি অন্যান্য রোগীরাও কল করতে পারবে।
যেকোনো অসুস্থতা বা রোগের লক্ষণ দেখা দিলেই আতংকিত না হয়ে কল করুন এই দুটি নাম্বারে। সময়ঃ সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত।
০১৮৩৩৭৭৫৪৭৫ (করোনা রোগী)
০১৮৮৬৩৫৭৭৩৪ (অন্যান্য রোগী)
দীর্ঘদিনের অভিজ্ঞতায় বেশ বড় পরিসরে কাজ করে যাচ্ছে বাংলাদেশের অনলাইন প্লাটফর্মে চিকিৎসা সেবার এই বাংলাদেশি প্রতিষ্ঠানটি। তাদের এতো বিশাল একটি বিশেষজ্ঞ টিম দেখে সত্যিই আমরা বিস্মিত। সেইসাথে তাদের অনলাইনে সেবাদানের সক্ষমতা।
১. ড. খুরশিদ আহমেদ
এমবিবিএস, পিজিটি
বিএমডিসি রেজি নংঃ A11191
২. ডাঃ শাম্মী আক্তার
এমবিবিএস (সিওএমসি), এফআরএসিজিপি (অস্ট্রেলিয়া)
ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ
৩. ড. আরঘ্য সরকার
এমবিবিএস, ডিএ (আরএমসি),
সিসিডি (বিআরডিইএম), ডিএমইউ (আল্ট্রা)
এফসিজিপি (ফ্যামিলি মেডিসিন),
সি-কার্ড, পিজিটি (মেডিসিন ও শিশু)
বিএমডিসি রেজি নংঃ A 76288
৪. ডাঃ তানজিমা আক্তার
এমবিবিএস (জিএমসি), মেডিসিনে পিজিটি
বিএমডিসি রেজি নংঃ A 91970
৫. ডাঃ রেজা উল করিম
এমবিবিএস (CIMC)
সিসিডি (বারডেম), CMU
অর্থোপেডিক্স প্রশিক্ষণ
বিএমডিসি রেজি নংঃ A 90677
বিশেষজ্ঞঃ অস্থি চিকিৎসা
৬. ড. সামা তাবাসসুম
এমবিবিএস: এনাম মেডিকেল কলেজ
বিএমডিসি রেজি নংঃ A 98278 (অস্থায়ী)
৭. ডাঃ মুহাইমিনুল কবির
এমবিবিএস (ডিউ), সিসিডি (বারডেম)
বিএমডিসি রেজি নংঃ A 86739
বিশেষজ্ঞ: সাধারণ চিকিত্সক ও ডায়াবেটোলজিস্ট
৮. ডাঃ মোঃ মাহবুবুল ইসলাম
এমবিবিএস (আরইউ), বিসিএস (স্বাস্থ্য), প্রাক্তন সহকারী রেজিস্ট্রার (ইএনটি),
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া
বিএমডিসি রেজি নং: A 62931
বিশেষজ্ঞ: ইএনটি, হেড এবং নেক
৯. ডাঃ জাহিদুল ইসলাম
এমবিবিএস (ডিইউ), পিজিটি (মেডিসিন)
সিসিডি (বারডেম)
বিএমডিসি রেজি নং: A 91933
বিশেষজ্ঞ: চিকিত্সা, শিশু বিশেষজ্ঞ
কল এ ডক্টর বিডি’র আন্তরিকতা, পেশাদারিত্ব, সামাজিক দায়বদ্ধতা ও ভালো সেবা দানের মানসিকতায় এলএ বাংলা টাইমস মুগ্ধ। সেইসাথে আমাদের অনুরোধে সাড়া দেওয়ায় আমরা এলএ বাংলা টাইমস পরিবার আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ। শুধু একটাই প্রত্যাশা সুস্থ ও নিরাপদে থাকুক পৃথিবীর সকল মানুষ ও মানব সভ্যতা। ভালো থাকুক আমার প্রিয় স্বদেশ। নিরাপদে থাকুক ৫৬ হাজার বর্গ মাইলের আমার স্বপ্নের পৃথিবী, আমার জন্মভূমি বাংলা, বাঙালি আর বাংলাদেশ। বেঁচে থাকুক বাংলাদেশের প্রতিটি প্রাণ।
এলএ বাংলা টাইমসের সকল বাংলাদেশি পাঠককে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ও উদ্যোগকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানাচ্ছি।
/এলএ বাংলা টাইমস/
শেয়ার করুন