আপডেট :

        সাংবাদিকদের মামলায় এলএপিডির পক্ষে লড়তে ২ লাখ ৫০ হাজার ডলারের আইনজীবী নিয়োগের প্রস্তাব সিটি অ্যাটর্নির

        গাজা যুদ্ধ: ইইউ-এর ভূমিকা প্রকাশ্যে, দায়িত্ববিমুখতার নতুন অজুহাত উঠে আসছে

        ২৯ বছরের অপেক্ষা শেষ: সালমান শাহ হত্যা মামলায় পুলিশের প্রথম পদক্ষেপ ইস্কাটন ফ্ল্যাটে

        এমন ওপেনিং দেখা যায়নি অনেকদিন: তবু বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ২৯৯-এ আটকে যায়

        উপদেষ্টা পরিষদ: ২ আইন চূড়ান্ত, ৩টির নীতিগত অনুমোদন

        ট্রাম্পের এশিয়ান ট্যুর শুরু: শি’র সঙ্গে 'ফ্যান্টাস্টিক ডিল' এর প্রত্যাশা বাড়ল

        সরকারি স্থবিরতায় আগামী মাসে ক্যালফ্রেশ সহায়তা বিলম্বিত হতে পারে: নিউজম

        সরকারি স্থবিরতায় খাদ্যসংকট মোকাবিলায় ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা নিউজমের

        একই সফটবল দলের চার সদস্যের মরদেহ উদ্ধার, সন্দেহজনক ওভারডোজে মৃত্যু

        যুক্তরাষ্ট্রে পারিবারিক স্বাস্থ্যবিমার গড় খরচ প্রায় ২৭,০০০ ডলারে পৌঁছেছে

        ডাকাতি করতে গিয়ে নিজেই বিপদে, রেসলারের হাতে মার খেয়ে গ্রেপ্তার

        হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে নতুন বলরুম নির্মাণের ঘোষণা ট্রাম্পের

        প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় হামলা, নিহত ৩

        লস এঞ্জেলেসে অভিবাসন অভিযানে গুলিবিদ্ধ টিকটক নির্মাতা ও মার্কিন মার্শাল

        দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি

        সরকারে দলীয় কেউ থাকলে সরিয়ে দিতে হবে: রিজভী

        গ্রিন টি না কি লাল চা, কোনটিতে উপকার বেশি

        থাইল্যান্ড সীমান্তে স্টারলিংকের অবৈধ ব্যবহার: মিয়ানমার স্ক্যাম সেন্টারের নতুন শক্তি।

        নিউইয়র্কের পেন স্টেশনে নবজাতক ফেলে যাওয়া মা গ্রেপ্তার

        অভিষেকে ৫ উইকেট ‘বুড়ো’ আফ্রিদির

পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪৯

পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪৯

টানা দুইদিনের ভারি বর্ষণে চট্টগ্রাম বিভাগের  তিন পার্বত্য জেলাসহ ৫ টি জেলায় পাহাড় ধসে সবশেষ পাওয়া খবরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯ জন। এর মধ্যে রাঙ্গামাটিতে ১০৬ জন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও চন্দনাইশে ৩৪ জন, বান্দরবানে ৬, কক্সবাজারের টেকনাফে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
অনেকে এখনো নিখোঁজ। তাদের সন্ধানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন কাজ করছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
প্রবল বর্ষণে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্রগ্রাম ও কক্সবাজার জেলায় পাহাড় ধসের ঘটনা ঘটে ।পাহাড় ধসে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাঙামাটিতে।
 
পাহাড় ধসে বিপর্যস্ত রাঙামাটিতে উদ্ধার তৎপরতায় অংশ নিতে ফায়ার সার্ভিসের ৬০ সদস্যের একটি বিশেষ দল চট্টগ্রাম থেকে সেখানে রওনা হয়েছেন। সড়ক পথ বন্ধ থাকায় বুধবার দুপুরে কাপ্তাই নৌপথ দিয়ে তারা রাঙামাটিতে রওনা হন।
 
গাছপালা ভেঙে পড়ায় ও মহাসড়কে পানি উঠে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পানিবন্দি হয়ে রাঙ্গামাটি, চট্রগ্রাম ও কক্সবাজারে দুর্ভোগের শিকার হয়েছেন অন্তত দুই কোটি মানুষ। ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় অনেকে মানবেতর জীবন-যাপন করছেন।
 
ওদিকে, সাগরে নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই বর্ষার শুরুতে ঝড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
 
আবহাওয়াবিদরা চট্টগ্রাম বিভাগে বুধবারও অতি  বা  ভারি বর্ষণের পূর্বাভাস দিয়ে  পাহাড়ি এলাকায় নতুন করে ভূমিধসের বিষয়ে সতর্ক করে দিয়েছেন।
 
পার্বত্য এলাকায় পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় বুধবার সকালে জাতীয় সংসদের নির্ধারিত অধিবেশনের  শুরুতেই  স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
 
তাছাড়া, রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জরুরি সাহায্যের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘ক্ষতিগ্রস্তদের ৫০ লাখ টাকা, ৫০০ বান্ডেল টিন ও ১০০ মেট্রিকটন চাল জরুরি সহায়তা হিসেবে দেয়া হবে।’ বুধবার সকালে হেলিকপ্টারে করে রাঙামাটির মানিকছড়িসহ কয়েকটি এলাকা পরিদর্শন করেন ওবায়দুল কাদের। পরে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
 
পার্বত্য এলাকায় পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন। বুধবার (১৪ জুন) ঢাকার ইইউ দফতর থেকে পাঠানো বার্তায়  মায়াদুন বলেছেন, বাংলাদেশ চাইলে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে আসবে ইউরোপীয় ইউনিয়ন।
 
তবে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতবিক্ষত দুর্গত মানুষ এবং অসংখ্য লাশের স্তূপকে ডিঙ্গিয়ে দেশের প্রধানমন্ত্রী এখন আনন্দভ্রমণে সুইডেন সফরে বেরিয়েছেন। ঠিক যেমনিভাবে ঘূর্ণিঝড় ‘মোরা’ আঘাত হানার সময় তিনি অস্ট্রিয়ার ভিয়েনা সফর করছিলেন।’ বুধবার (১৪ জুন) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন  মন্তব্য করেন।
 
মর্মান্তিক এই বিপর্যয়ের ঘটনায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে জানানো হয়েছে-অতিবৃষ্টি ছাড়াও অপরিকল্পিতভাবে বসতি স্থাপন এবং নানা প্রকল্পের নামে পাহাড় কাটা ও গাছপালা উজাড় করার কারণে প্রাকৃতিক পরিবেশের ভারমাম্য নষ্ট হয়ে এত বড় বিপর্যয় ঘটেছে।
 
বাংলাদেশ পরিবেশ আন্দোলন মনে করে, বন উজাড় ও পাহাড় কাটার বিরুদ্ধে কর্তৃপক্ষ আগে থেকে যদি সতর্ক ও সজাগ থাকতো তবে আজকের এই ভয়াবহ বিপর্যয় ঘটতো না।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত