আপডেট :

        আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি

        অরেঞ্জ সিটি কাউন্সিলের অনুমোদন: দুর্ঘটনাপ্রবণ ট্রাফিক সার্কেলে নতুন নিরাপত্তা ব্যবস্থা

        লস এঞ্জেলেসে ২.৬২ বিলিয়ন ডলারে কনভেনশন সেন্টার সম্প্রসারণ, লক্ষ্য ২০২৮ অলিম্পিক

        "৫জি প্রযুক্তিতে আফ্রিকার ধীরগতি: কভারেজ সীমিত ১.২ শতাংশ"

        "কষ্ট আমারই বেশি": তাহসানের বিদায়ী বার্তায় উঠে এলো কী রহস্য?

        ডেম্বেলের সোনার বল জয়ের মাঝে পিএসজির কান্না

        কাল নিউইয়র্কে: প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে অংশ নেবেন

        প্যালেস্টাইন স্বীকৃতির তালিকায় ১৫৬ নাম, বাংলাদেশের ৩৭ বছরের অটুট বন্ধুত্ব

        আর্জেন্টাইন পর্বতারোহী ক্যালিফোর্নিয়ায় ২,০০০ ফুট নিচে পড়ে নিহত

        স্টাইভেসান্ট কেলেঙ্কারি: এক বাংলাদেশি ছেলের হাতে নকলের সাম্রাজ্য

        “যা আমরা কল্পনাও করতে পারছি না, তা ঘটবে আগামী ৫ মাসে”: মান্না

        দক্ষ কর্মী ভিসার জন্য বছরে ১ লাখ ডলার ফি আরোপ

        নিয়মিত ভাতের সঙ্গে লেবু খেলে কী কী পরিবর্তন হয়?

        কর আইনজীবী কর ফাঁকির অভিযোগে সমালোচনার মুখে

        ছবির শুটিংয়ে দুর্ঘটনায় জুনিয়র এনটিআর আহত

        ‘জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’ এবার ঘরে বসে দেখা যাবে

        দশ বছর পর চাকসুর অনার বোর্ডে ফিরল মান্নার নাম

        ৩০ টাকার পটোল এখন কারওয়ান বাজারে ৭০ টাকায় বিক্রি

        কানাডা ঘোষণা: বাংলাদেশে যাত্রীদের জন্য বাড়তি সতর্কতা

        গাজায় নিহত ১৬ জনের মধ্যে ১৫ জন বেসামরিক নাগরিক

তুষাড় ঝড়ের পর এবার বিপজ্জনক ঠান্ডা আবহাওয়ার কবলে যুক্তরাষ্ট্র

তুষাড় ঝড়ের পর এবার বিপজ্জনক ঠান্ডা আবহাওয়ার কবলে যুক্তরাষ্ট্র

তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রী ফারেনহাইট

তুষার ঝড় আর অসহ্য ঠা-ার পর আবারও ‘হিং¯্র’ আবহাওয়ার সতর্কবার্তা এসেছে আমেরিকানদের সামনে। বলা হচ্ছে, ‘ভয়ঙ্কর ও বিপজ্জনক’ আবহাওয়ার কবলে পড়তে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সপ্তাহের শুরুতেই এই ঠা-া মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাট পর্যন্ত নেমে যেতে পারে এবং একইসঙ্গে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৬৫  মাইল ছাড়িয়ে যেতে পারে বলে সময় শুক্রবার আশংঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা স্থানীয় । গত দুই দশকের মধ্যে নিউইয়র্কের তাপমাত্রা নেমে যাবার এই রেকর্ড জনজীবনে স্বাভাবিক চলাফেরায় বিঘœ ঘটার আশংঙ্কা রয়েছে। আবহাওয়ার এই বিপজ্জনক পরিবর্তনে খোলা আকাশের নিচে বসা হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। 
জানুয়ারি মাসের শেষের দিকে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের অনেকগুলো স্টেটের উপর দিয়ে বয়ে গেছে ভয়াবহ তুষার ঝড়। যার ভয়াবহতা এখনো বিরাজ করছে ম্যাসাচুসেটস, ইলিনয় ও মিশিগানসহ বেশ কয়েকটি রাজ্যে। নিউইয়র্কে যে ধরনের তুষার ঝড়ের আগাম বার্তা দেয়া হয়েছিল সেটা অবশ্য তখন প্রতিফলিত হয়নি। কিন্তু অনেকগুলো স্টেট এখনো ১০ থেকে ২০ ইঞ্চি বরফের নিচে রয়ে গেছে। সেই ধকল না কাটতেই আবার দেয়া হয়েছে তীব্র ঠা-ার সতর্কবার্তা। নতুন এই সতর্কবার্তার আওতায় যেসব স্টেট রয়েছে তারমধ্যে অন্যতম নিউইয়র্ক, ম্যাসাচুস্টেস, মেনোপলিস, ইলিনয়, ডেট্রয়েট এবং পেনসিলভিয়া অন্যতম। অ্যাকুওয়েদার ভবিষ্যদ্বানী করেছে, তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাইটেরও নিচে নেমে যেতে পারে। 
ওয়েদারবাগের আবহাওয়াবিদ এন্ড্রু রোজেনথাল গণমাধ্যমকে জানিয়েছেন, শীতের এই তীব্রতা যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন রাজ্য ফ্লোরিডা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। 
অ্যাকুওয়েদার আবহাওয়াবিদ ব্রায়ান লাডা বলেছেন, এই ঠা-ার তীব্রতা এত বেশি হতে পারে যে তা ঠিকমতো কাপড় না জড়ালে মৃত্যুর কারণ হতে পারে। বিশেষ করে ঘরের বাইরে যেতে হলে যথেষ্ট পোষাকে আচ্ছাদিত হয়ে যাবার জন্যও পরামর্শ দেয়া হয়েছে। শিশুদের জন্য তা আরও বেশি যতœশীল হবারও পরামর্শ দিয়েছেন তিনি। 
আবহাওয়াবিদদের বার্তামতে, এই ঠা-া রোববার থেকে সোমবার পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। 
ওয়েদার চ্যানেলের আবহাওয়াবিদ নিক উইল্টজেন জানিয়েছেন, এই ঠা-ায় নিউইয়র্কের সব রেকর্ড ভেঙে যাবে। অর্থাৎ গত ২০ বছরের মধ্যে এটাই হবে সবচেয়ে বেশি ঠা-ার রেকর্ড। 
আবহাওয়াবিদরা এ ধরনের তাপমাত্রাকে ‘ভয়ঙ্কর ও বিপজ্জনক’ এবং বাতাসের গতিবেগকে ‘হিং¯্র’ বলে আখ্যায়িত করেছেন। 
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, ফ্লোরিডার একাধিক এলাকায় ঠা-া এত বেশি হবে যে নরম ফল এবং সব্জি জমে যাবে। এখানে উল্লেখ্য, ফ্লোরিডা রাজ্যের তাপমাত্রা পুরো বছরজুড়ে গ্রীষ্মকালের মত থাকে। এই রাজ্যে প্রচুর সব্জি ও ফলমূলের চাষাবাদ হয়, যা দিয়ে যুক্তরাষ্ট্রের এক তৃতীয়াংশ এলাকার মানুষের চাহিদা মেটানো হয়। 
শিশুদের বাইরে যাবার ব্যাপারে সব অভিবাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে তারা যেনো যথাযথ কাপড় না পড়ে বাইরে না যায়। এই তাপমাত্রায় ১০ মিনিটের মধ্যেই শরীরের চামড়া শক্ত হয়ে যাবার আশংকা আছে। ফেব্রুয়ারির এই সপ্তাহটি ঠা-ার তীব্রতা থাকলেও রৌদ্রকরোজ্জল থাকবে বলে আশা করা হচ্ছে। 
শনিবার রাতে নিউইয়র্কের কোনো কোনো এলাকায় ৫ থেকে ৭ ইঞ্চি তুষার পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
এদিকে তীব্র ঠা-ায় চম দুর্ভোগে পড়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা। শুক্রবার রাতে ব্যস্ততম ম্যানহাটন অনেকটাই জনমানবহীন হয়ে পড়ে। রাস্তার ধারেরর ক্ষুদ্র ফল, বই, খাবার ও বই বিক্রেতাদের দোকান গুটিয়ে ফেলতে দেখা গেছে। ক্রিস ক্যাভিন নামের একজন জাইরো বিক্রেতা জানান, আগামী তিনদিনের জন্য দোকান বন্ধ করে দিচ্ছেন তিনি আবহাওয়ার পূর্বাভাস পেয়ে। একই ধরনের কথা বলেছেন, বাংলাদেশের কুমিল্লার ফল ব্যবসায়ী নাজির মিয়া। তিনি জানান, এমনিতেই শীতে ক্রেতা কম। তার উপরে তাপমাত্রা ব্যাপকভাবে নেমে যাবার কারণে আগামী কয়েকদিন ঘরে কাটাতে হবে বলেই তার আশংঙ্কা। 
ব্লাক ক্যাব এবং ইয়েলো ক্যাব চালকরা বলেছেন, শীতে তাদের যাত্রী বেশি থাকে। আয়ও হয় ভালো। কিন্তু অতিরিক্ত শীতে তা ভিন্ন পরিস্থিতিও সৃষ্টি করে। অর্থাৎ সেক্ষেত্রে যাত্রী কমে যাবার আশংঙ্কাও থাকে। 
প্রবাসী বাংলাদেশী অধ্যুশিত এলাকাগুলোতে দেখা গেছে, অতিরিক্ত কেনাকাটা করতে। তারা মনে করছে আবহাওয়া চরম খারাপ হওয়ার আশংকা থেকেই তারা অগ্রিম প্রস্তুতি নিচ্ছেন।  
  বড় বড় শপিং মল এবং স্টোগুলোতে ভারী মোটা পোষাক কিনতে দেখা গেছে অনেককেই।

শেয়ার করুন

পাঠকের মতামত