সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন দুইজন অতিরিক্ত সচিব
সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন দুইজন অতিরিক্ত সচিব। তাদের অবসর গমনের সুবিধার্থে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
রোববার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক ড. মো. জহুরুল ইসলাম রোহেল এবং বগুড়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. খুরশিদ ইকবাল রেজভীর অবসর গমনের নিমিত্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন