ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল
মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে
ছবিঃ এলএবাংলাটাইমস
মিনিয়াপলিসে মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেটি নিহত হওয়ার ঘটনায় তদন্তের দাবিতে ক্রমেই আরও বেশি রিপাবলিকান সিনেটর সরব হচ্ছেন। একই সময়ে ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা ফেডারেল এজেন্টদের কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নিচ্ছেন।
লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি, মেইনের সুসান কলিন্স, আইডাহোর মাইক ক্র্যাপো, উটাহর জন কার্টিস, কানসাসের জেরি মোরান, আলাস্কার লিসা মারকাউস্কি এবং নর্থ ক্যারোলিনার থম টিলিস—এই সাতজন রিপাবলিকান সিনেটরই বলেছেন, শনিবার সীমান্ত টহল বাহিনীর (বর্ডার প্যাট্রোল) এক এজেন্টের গুলিতে নিহত অ্যালেক্স প্রেটির মৃত্যুর বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।
এই ঘটনার পর অভিবাসন প্রয়োগের দায়িত্বে থাকা ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা শিগগিরই রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের কাছ থেকেই কড়া নজরদারির মুখে পড়তে পারেন।
সিনেট হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান, কেন্টাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল সোমবার ঘোষণা দেন, আগামী মাসে একটি তদারকি শুনানিতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE), কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP) এবং ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS)-এর প্রধানদের সাক্ষ্য দিতে আহ্বান জানানো হবে।
পল ICE-এর টড লায়ন্স, CBP-এর রডনি স্কট এবং USCIS-এর জোসেফ এডলোকে চিঠি পাঠিয়ে ১২ ফেব্রুয়ারি সাক্ষ্য দেওয়ার অনুরোধ জানান। এই তিনটি সংস্থাই হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনে পরিচালিত, যার নেতৃত্বে রয়েছেন মন্ত্রী ক্রিস্টি নোম।
চিঠিতে পল সরাসরি প্রেটি বা মিনিয়াপলিসে নিহত আরেক নারী রেনে গুডের মৃত্যুর কথা উল্লেখ না করলেও বলেন, কংগ্রেসের দায়িত্ব হলো অভিবাসন খাতে বরাদ্দ অর্থের যথাযথ তদারকি করা এবং তা যেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সঠিকভাবে ব্যবহৃত হয়।
ICE, CBP এবং USCIS এখনো জানায়নি তারা শুনানিতে উপস্থিত হবে কি না। পল বুধবারের মধ্যে তাদের প্রাপ্যতা জানাতে বলেছেন।
এদিকে হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান, নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনোও এই তিন সংস্থার প্রধানদের সাক্ষ্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কংগ্রেসের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।
যদিও পল বা গারবারিনো সরাসরি মিনিয়াপলিসের ঘটনার সঙ্গে শুনানির যোগসূত্র টানেননি, তবে উটাহর সিনেটর জন কার্টিস সোমবার প্রকাশ্যে তা করেন।
কার্টিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, “মিনেসোটার গুলিবর্ষণের ঘটনায় স্বচ্ছ ও স্বাধীন তদন্ত প্রয়োজন। পদমর্যাদা নির্বিশেষে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।” তিনি আরও বলেন, সব তথ্য সামনে আসার আগেই হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোমের প্রতিক্রিয়া জনআস্থা ক্ষুণ্ন করেছে।
গুলিবর্ষণের পরপরই নোম দাবি করেছিলেন, প্রেটি আগ্নেয়াস্ত্র ‘প্রদর্শন’ করছিলেন এবং এজেন্টদের ক্ষতি করতে চেয়েছিলেন। তিনি আরও বলেন, প্রেটি নিরস্ত্র করার চেষ্টার সময় সহিংসভাবে প্রতিরোধ করেন। তবে প্রত্যক্ষদর্শীদের ভিডিও ফুটেজে এই বর্ণনার সঙ্গে অসামঞ্জস্য দেখা যায়।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ঘটনাটি বডি-ক্যামেরায় ধারণ করা হয়েছে এবং একাধিক এজেন্টের ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। নোম বলেছেন, তদন্তে “প্রতিটি ভিডিও, প্রতিটি তথ্য” বিশ্লেষণ করা হবে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সোমবার জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান তদন্ত ও তথ্যই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করুক। তিনি বলেন, প্রেসিডেন্ট চান বিষয়টি আবেগ নয়, তথ্যের ভিত্তিতে মূল্যায়িত হোক।
মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের দপ্তর জানিয়েছে, ট্রাম্প তার সঙ্গে ফোনালাপে সম্মত হয়েছেন যাতে রাজ্যের তদন্তকারীরা প্রেটি ও রেনে গুডের মৃত্যুর ঘটনায় স্বাধীনভাবে তদন্ত চালাতে পারেন।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, তদন্তের নেতৃত্ব দিচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, তবে এফবিআই সহায়ক ভূমিকা পালন করছে।
অনেক রিপাবলিকান সিনেটর এই ঘটনায় দ্বিতীয় সংশোধনী বা অস্ত্র বহনের সাংবিধানিক অধিকারের প্রসঙ্গ টানেন। তারা প্রশাসনের সেই যুক্তির বিরোধিতা করেন যে বৈধভাবে অস্ত্র বহনকারী প্রেটি ফেডারেল এজেন্টদের জন্য হুমকি ছিলেন।
সিনেটর লিসা মারকাউস্কি বলেন, “আইনসম্মতভাবে অস্ত্র বহন করা কোনো আমেরিকানকে হত্যার যৌক্তিকতা হতে পারে না—বিশেষ করে ভিডিও ফুটেজে যদি দেখা যায় তিনি ইতোমধ্যেই নিরস্ত্র ছিলেন।”
সিনেটর জেরি মোরান বলেন, তিনি এই ঘটনায় “গভীরভাবে উদ্বিগ্ন” এবং পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সর্বোচ্চ পর্যায়ের তদন্ত প্রয়োজন।
সিনেটর সুসান কলিন্স বলেন, এই মর্মান্তিক গুলিবর্ষণ খতিয়ে দেখতে হবে, যাতে বোঝা যায় অপ্রয়োজনীয় বা অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছিল কি না।
এদিকে অর্থায়ন ইস্যুতেও উত্তেজনা বাড়ছে। সিনেট ডেমোক্র্যাটরা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে অর্থ বরাদ্দসহ একটি ব্যয় বিল আটকে দেওয়ার ঘোষণা দিয়েছেন, যার ফলে সপ্তাহের শেষ নাগাদ আংশিক সরকারি শাটডাউনের আশঙ্কা দেখা দিয়েছে। তবে শাটডাউন হলেও ICE-এর কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন