এসএসসি পরীক্ষায় পাস করতে না পেরে মাগুরার এক ছাত্রী চতুর্থতলা ভবন থেকে লাফ দিয়েছে
এসএসসি পরীক্ষায় পাস করতে না পেরে মাগুরার মহম্মদপুরে কথা সাহা নামের এক ছাত্রী চতুর্থতলা ভবন থেকে লাফ দিয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার (১২ মে) দুপুরে মাগুরা জেলা শহরের রিমপি সাহার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কথা সাহা (১৬) মাগুরার মহম্মদপুরের বিনোদপুর গ্রামের রাজেশ সাহার মেয়ে।
মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান, কথা সাহা এবারের এসএসসি পরীক্ষা দেয়। রোববার দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ হলে এক বিষয়ে ফেল করে অকৃতকার্য হয়। বিষয়টি জানতে পেরে সে ভবনের চতুর্থতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। সে বিনোদপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন