ক্যালিফোর্নিয়া থেকে চুরি হওয়া ক্যাটালিটিক কনভার্টার $৬০০ মিলিয়নে বিক্রি
ছবিঃ এলএবাংলাটাইমস
টু সু ভাং (Tou Sue Vang), তার ভাই অ্যান্ড্রু এবং মা মনিকা মৌয়ার (Monica Moua) সঙ্গে মিলে স্যাক্রামেন্টোতে একটি লাভজনক পারিবারিক ব্যবসা চালাচ্ছিলেন। তবে এই লাভজনক ব্যবসাটি অবৈধ ছিল। চুরি করা ক্যাটালিটিক কনভার্টার কেনাবেচা করে পরিবারটি আয় করে $৩৮ মিলিয়নেরও বেশি।
মঙ্গলবার প্রকাশিত পূর্ব ক্যালিফোর্নিয়ার মার্কিন অ্যাটর্নির অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৩ বছর বয়সী টু সু ভাংকে চুরির রিংয়ে তার ভূমিকার জন্য ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
২০২৩ সালে, টু সু ভাং তার ভাই এবং মায়ের সাথে মিলে স্থানীয় চোরদের কাছ থেকে কেনা ক্যাটালিটিক কনভার্টারগুলো নিউ জার্সির এক ক্রেতার কাছে $৩৮ মিলিয়নেরও বেশি দামে বিক্রি করার অভিযোগে দোষী সাব্যস্ত হন। এছাড়া, ভাং ৩৯টি অর্থপাচারের অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছেন। ভাংয়ের ভাই ও মা এখনো শাস্তির অপেক্ষায় আছেন।
ক্যাটালিটিক কনভার্টার চুরি যুক্তরাষ্ট্রজুড়ে সাধারণ হয়ে উঠেছে কারণ এই গাড়ির অংশটি চুরি করা সহজ, কোনো শনাক্তযোগ্য চিহ্ন থাকে না এবং এটি কালো বাজারে অত্যন্ত মূল্যবান। কিছু ক্যাটালিটিক কনভার্টারে মূল্যবান ধাতু থাকে, যার কারণে এগুলো একেকটি $১,০০০ বা তারও বেশি দামে বিক্রি হতে পারে।
এছাড়া, ইংল্যাউডে একজন ব্যক্তি ক্যাটালিটিক কনভার্টার চুরি থামাতে গিয়ে গুলি খেয়ে নিহত হন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন