মূলধারার নিউইর্য়ক প্রেসকাবের হলি’ডে পার্টিতে সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন
মুলধারার নিউইর্য়ক প্রেসকাবের হলিডে পার্টির বর্নাঢ্য অনুষ্ঠান গত ৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় নিউইর্য়ক সিটির ম্যানহাটনের ঐতিহ্যবাহী ইলিুকাবের প্যান্থহাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খবর বাপসনিউজ।উক্ত পার্টিতে বাংলাদেশের একমাত্র সাংবাদিক লেখক, বাপসনিউজ এডিটর এবং আমেরিকান প্রেসকাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি হাকিকুল ইসলাম খোকন আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ গ্রহন করেন। নিউইর্য়ক প্রেসকাবের সভাপতি ল্যারী সেইয়েরি সাগত বক্ত্যব্যের মাধ্যমে পার্টির উদ্ধোধন করা হয়। এতে নিউইয়ক প্রেসকাব ফাঊনডেশন প্রেসিডেন্ট গ্যাব প্রেসম্যানসহ শতাধিক মূলধারার সাংবাদিক লেখক, এবং গ্রন্থপ্রনেতা অংশ গ্রহন করেন।
News Desk
শেয়ার করুন