আপডেট :

        ধর্ষণ মামলায় হার্ভকে দোষী সাব্যস্ত করে ২০২০ সালে দেওয়া রায় বাতিল

        ইসরায়েলবিরোধী বিক্ষোভের জেরে স্নাতক অনুষ্ঠান বাতিল করল সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়

        ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

        যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ দমনে মারমুখী পুলিশ

        ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, গ্রেফতার শতাধিক

        পশ্চিম ভারত মহাসাগর অঞ্চলে মাদক পাচার এবং মাদকদ্রব্যের অপব্যবহার বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে

        গাজা উপকূলে অস্থায়ী বন্দর যুক্তরাষ্ট্রের !

        রেলের কর্মকর্তা-কর্মচারীদের ঢিলেঢালা পোশাক পরিধান করার নির্দেশ

        জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদান কখনোই ভুলবার নয়

        ৮৮ আসনে দুপুর পর্যন্ত কত ভোট পড়লো

        ২৬ জেলার ওপর তাপপ্রবাহ

        চুয়াডাঙ্গায় সর্বোচ্চ রেকর্ড ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা

        চুয়াডাঙ্গায় সর্বোচ্চ রেকর্ড ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা

        কেন্দ্রীয় কি ঋণখেলাপি ও অর্থপাচারের সুরক্ষা নিশ্চিতে কাজ করছে, প্রশ্ন টিআইবির

        ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় শিক্ষার্থী গ্রেপ্তার

        বিমান হামলায় নিহত এক নারীর গর্ভ থেকে প্রসব হওয়া সন্তানটি মারা গেছে

        ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রেফতার

        তাপ্প্রবাহে ভাঙল ৭৬ বছরের রেকর্ড

        তিন দিনের সফরে বর্তমানে চীনে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন

        ভারতীয় দলে হার্দিক পাণ্ডিয়া ও বিরাট কোহলি নেই

নির্বাচনে নিরপেক্ষ সরকার ও সেনা মোতায়েন চান খালেদা

নির্বাচনে নিরপেক্ষ সরকার ও সেনা মোতায়েন চান খালেদা

রাজধানীতে বিএনপির বিশাল সমাবেশ, গণপরিবহণ বন্ধ করে মানুষ আটকানোর চেষ্টা

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে না জানিয়ে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি পুনর্ব‌্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নির্বাচনের সময় সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতা দিয়ে মোতায়েন করার এবং বিতর্কিত ইভিএম পদ্ধতি প্রয়োগ না করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ‌্যানে বিএনপি আয়োজিত সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘আজ ঘরে ঘরে কান্না ও আহাজারি। এই সরকারের হাত থেকে মানুষ মুক্তি চায়, এই সরকারের পরিবর্তন চায়। এই পরিবর্তন হতে হবে ভোটের মাধ্যমে। সেজন্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এজন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। যে নির্বাচনে মানুষ নির্দ্বিধায় ভোট দিতে যাবে এবং তাদের ভোট তারা যাকে পছন্দ তাকে দেবে। সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না মন্তব্য করে তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচনগুলোতে তারা কি ধরনের চুরি করেছে তা সবাই দেখেছে। স্থানীয় সরকার নির্বাচন, পেশাজীবীদের মধ্যে ইঞ্জিনিয়ার, চিকিৎসক, শিক্ষক সংগঠনগুলোর ভোটেও তারা একই কাজ করেছে। চুরি করে জনগণকে পাশ কাটিয়ে নির্বাচনে জয়লাভে কোনো আনন্দ নেই। এরপরও তারা নিজেদেরকে বিজয়ী দাবি করে। কারণ, তারা জনগণকে ভয় পায়।

আপনারা যদি জনগণের পালস বোঝেন যে তারা কি চাচ্ছে, তাহলে সুষ্ঠু নির্বাচনের ব‌্যবস্থা করুন। জনগণ চাচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। হাসিনার অধীনে নির্বাচন হবে না। নির্বাচন দিয়ে আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন।’

ক্ষমতাসীনদের প্রতি জনপ্রিয়তা যাচাইয়ের চ্যালেঞ্জ জানিয়ে বিএনপি প্রধান বলেন, ‘মাঠে আপনারাও যাবেন, আমরাও যাবো। চ্যালেঞ্জ করছি একটি জায়গায় আপনারা সভা করেন, আমরাও করছি, দেখি কাদের কতো লোক আছে। জনগণই আমাদের শক্তি। তাদের নিয়ে আমাদের পথচলা।’

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, ‘দেশের এতো ক্ষতি করেছেন। সম্পদ লুট করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঝে মাঝে সত্য কথা বলেন। পিঠ বাঁচানোর জন্য ক্ষমতায় থাকতে হবে বলে যা ভাবছেন তা হবে না। আমরা সহিংসতার রাজনীতি করি না। তবে আপনাদের শুদ্ধ করবো। যে খারাপ কাজ করেছেন তা বাদ দিয়ে আপনাদের সত্যিকার অর্থে মানুষ বানাবো।’

বিএনপি জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চায় জানিয়ে প্রাক্তন এই প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই যাতে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারে সে জন্য আমরা নির্বাচন কমিশনের সংষ্কারের জন্য আমাদের কিছু কথা ইসিকে বলে এসেছি। বলেছি, যদি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে হয় তাহলে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। আজকে নির্বাচন কমিশনকে বলি, সেনা মোতায়েন করতে হবে, ইভিএম হবে না। শুধু মেতায়েন করলে হবে না। সেনা টহল যাতে হয়, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

নির্বাচন কমিশনারদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা সরকারের অন্যায় আদেশ মানতে পারেন না। নির্বাচন কমিশনারদের বলতে চাই, অবাধ নির্বাচন করার দায়িত্ব আপনাদের। ইভিএম বন্ধ করতে হবে। সেনা মোতায়েন করতে হবে। নির্দলীয় সরকারের ব্যবস্থা করতে হবে। পুলিশ বাহিনীও থাকতে পারে এতে আমাদের কোনো আপত্তি নেই।’

মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিয়ে দেখিয়ে দেবে বলে মন্তব‌্য করেন বিএনপি নেত্রী।

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তৎকালীন আওয়ামী লীগ ও জামায়াতের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছিলো আওয়ামী লীগ ও  জামায়াতের। তার জন্য তারা ১৭৩ দিন হরতাল করেছে, রাস্তাঘাট বন্ধ রেখেছে, হরতালের নামে অরাজকতা সৃষ্টি করেছে। এমনকি ইট দিয়ে পুলিশের মাথা থেতলে দিয়েছে, অফিসগামী বয়স্ক লোককে তারা দিগম্বর করেছে, সমুদ্রবন্দর দিনের পর দিন বন্ধ রেখেছে, যাত্রীবাহী বাসে গান পাউডার দিয়ে আগুন দিয়ে মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে।’

নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশের মানুষ কি চায় সেটা যাচাইয়ের আহ্বান জানিয়ে প্রাক্তন এই প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৪ সালে কোনো নির্বাচন হয় নাই। তাহলে কি করে এই সরকার বৈধ সরকার। এই সরকার ও সংসদ অবৈধ। এই সংসদে কোনো বিরোধী দল নেই। যে বিরোধী দল তাদের মন্ত্রীরা সরকারেরও আছে বিরোধী দলেও আছে। সুতরাং কোনো বিরোধী দল নাই।’

প্রধান বিচারপতিকে জোর করে পদত‌্যাগ করানো হয়েছে
খালেদা জিয়া বলেন, ‘আজকে দেশে বিচার বলে কিছু নেই। বিচারবিভাগ বলতে কিছু নাই। প্রধান বিচারপতিকে পর্যন্ত জোর করে অসুস্থ বানিয়ে জোর করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন বিদেশে সরকারের এজেন্সির লোক পাঠিয়ে তাকে চাপ দিয়ে পদত‌্যাগপত্র নিয়ে আসা হয়। তিনি চেয়েছেলেন দেশে ফিরে আসতে। কিন্তু তাদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তিনি কিছু সত্য কথা বলেছেন।’

বিএনপি জবাবদিহিতামুলক সংসদ চায়
একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জবাবদিহিতামুলক সংসদ সম্ভব মন্তব‌্য করে খালেদা জিয়া বলেন, ‘একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ‌্যমে তা হতে পারে। আামি আপনাদের কাছে জিজ্ঞেসা করতে চাই হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে? আপনারা ভোট দিতে পারবেন।?  পারবেন না।’

রাজনীতিতে গুনগত পরিবর্তন চায় বিএনপি
বিএনপি সাংঘার্ষিক রাজনীতির পরিবর্তে ঐকর রাজনীতি চায় জানিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষের জন্য কিছু কাজ করতে চাই। সংঘর্ষের রাজনীতিতে বিশ্বাস করি না। তারা এই জনসভাকে ভন্ডুল করতে চেয়েছে। এরপরও আজ নীরবে আমরা এই সভাতে উপস্থিত হয়েছে। আমরা রাজনীতিতে গুনগত পরিবর্তন আনতে চাই। জাতীয় ঐক্যের রাজনীতি করতে চাই। কিন্তু আলাপ আলোচনা ছাড়া তা সম্ভব নয়। আমরা জবাবদিহিতামুলক সংসদ দেখতে চাই, যেখানে সরকারি দল ও বিরোধী দল মিলে আলোচনা করে কোনো সমস্যা হলে সমাধান করবে।’

সরকারি চাকুরিজীবীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ‘এই সরকার হয়তো আপনাদের বলে বিএনপি ক্ষমতায় এলে আপনাদের চাকরি যাবে, মামলায় হয়রানি শিকার হতে হবে। কিন্তু তা হবে না। আমরা আগেই বলেছি আমরা হিংসাত্মক রাজনীতি করি না।’

“সরকারি আদেশ নিষেধ মেনে চলাই আপনাদের দায়িত্ব। দলীয় পরিচয় নয়, আমরা দেখবো সরকারি চাকরিতে কে কতটা যোগ্য। সেখানে বিএনপি বা আওয়ামী লীগ বলতে কিছু নেই। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতের তাদের চাকরির পদোন্নতি হবে। আপনারা নির্ধিদ্বায় কাজ করতে পারেন।”

কথা রাখে নি সরকার
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করে নি দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এই সরকার দেশকে শেষ করে দিয়েছে। ২০০৮ সালের নির্বাচনে কথা দিয়েছিলো, ১০ টাকা কেজি চাল খাওয়াবে। আজ ৭০ টাকা মানুষ চাল খাচ্ছে। কেন, জনগণ জবাব চায়, জানতে চায়। ক্ষমতায় গেলে ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছে। কিন্তু চাকরি দেয় নাই। চাকরি না দিয়ে ঘরে ঘরে বেকার সৃষ্টি করেছে।’

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মুল্যাবৃদ্ধির বিষয়টি তুলে ধরেন তিনি বলেন, ‘প্রতিটি সবজি তরি-তরকারির দাম ৭০-৮০ টাকার নিচে নয়। পিয়াজ একশ টাকা। প্রতিটি জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এই অবস্থায় আবার বারবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হচ্ছে।’

তিনি বলেন, ‘জনগণের জীবন আজ দুর্বিসহ। তারা কথা দিয়েছিলো, বিনামুল্যে সার দেবে। বিনামুল্যে সার তো দেয়-ই না বিএনপির আমলের চেয়ে পাঁচগুণ বেশি দামে সার কিনতে হচ্ছে। কৃষকরা আজ মহাদুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা কৃষি উপকরণ পাচ্ছে না। সরকার কৃষকদের কাছ থেকে চাল-ধান কিনছে না। ক্ষমতাসীনদের টাউট-বাটপাররা কৃষকদের কাছ থেকে ধান চাল কিনছে। শ্রমিকদেরও একই অবস্থা তাদের ওপরও নির্যাতন হচ্ছে। বেতন ভাতা বৃদ্ধি করা প্রয়োজন কিন্তু তারা করছে না।’

এ সময় শেয়ার বাজারে ধস, ব্যাংক লুটপাট, অর্থ আত্মসাতের ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। সরকারের মন্ত্রী এমপিরা এসব ঘটনার সঙ্গে জড়িত বলেও দাবি তার।

দুদকের সমালোচনায় খালেদা জিয়া
খালেদা জিয়া বলেন, ‘সাড়ে চার লক্ষ কোটি টাকার বেশি বিদেশে পাচার হয়েছে। এটা আমাদের হিসাব নয় ,আমেরিকা ভিত্তিক একটি কোম্পানির হিসাব। এই টাকা পাচার করেছে তারা যারা ক্ষমতায় আছে। প্রতি পদে পদে দুর্নীতি। পাচার করা বিপুল অংকের টাকার খবর পানামা পেপারসে এসেছে। কেউ এই কেলেংকারী নিয়ে দুদক কিন্তু কোনো মামলা বা কোনো তদন্ত করেনি। অথচ দুদক পড়ে আছে আমাদের পেছনে। যার সঙ্গে আমাদের কোনো সংশিষ্টতা নেই তার পেছনে লেগে আছে।’

তিনি বলেন, ‘একটি বেসরকারি সংস্থার হিসাব মতে, গত সাত বছরে ব্যাংক থেকে চুরি হয়েছে ৭ হাজার কোটি টাকা। এ খাতের দুর্নীতির সঙ্গে কারা জড়িত মানুষ তা জানে। বাংলাদেশ ব্যাংকের টাকা ৮’শ কোটি টাকা কারসাজি করে পাচার করা হয়েছে। কিন্তু এগুলো নিয়ে কোনো তদন্ত হয় না। কাউকে ধরা হয়নি। এগুলো তো আ’লীগের টাকা নয় জনগণের টাকা। জনগণের টাকা এভাবে পাচার হচ্ছে অথচ তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

প্রতিশ্রুতি
বেশ কিছু প্রতিশ্রুতির কথা তুলে ধরেন খালেদা জিয়া বলেন ক্ষমতায় গেলে তারা এসব বাস্তবায়ন করবেন। এর আগে ‘ভিশন ২০৩০’ ঘোষনায় এসব প্রতিশ্রুতির কথা বলেছিলেন তিনি।

‘যারা একবছরের বেশি বেকার থাকবে তাদের জন্য বেকার ভাতা চালু করা হবে। সব ছাত্রছাত্রীর জন্য স্নাতক পর্যন্ত বিনামুল্যে পড়ালেখার সুযোগ, মেয়েদের উপবৃত্তি দেওয়া হবে, বিনামুল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে। সবার জন্য পর্যায়ক্রমে স্বাস্থ্য বীমা চালু করা হবে। সব শিক্ষিত ছেলেদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করবো। কৃষকদের কৃষি উপকরণ কম দামে দেবো ভর্তুকি দেবো। কৃষকদের উৎপাদনে উৎসাহিত করবো। গ্রামে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে যাতে গ্রামের মানুষ শহরমুখী না হয়।’

বাংলাদেশ আমার ঠিকানা
এক এগারোর সময়ে নির্যাতনের কথা স্মরণ করে খালেদা জিয়া বলেন, ‘তারা চেয়েছিলো আমাকে স্বপিরবারে দেশে পাঠিয়ে দিতে। আমি বলেছি বিদেশে আমার কোনো ঠিকানা নেই। এদেশের মানুষই আমার ঠিকানা। এরপর আমার ছেলেদের নির্যাতন করেছে। এক ছেলেকে পঙ্গু করেছে। আরেক ছেলে মারা গেলো (এ সময় কিছুটা আবেগআপ্লুত হয়ে পড়েন এবং নিজেকে সামলে আবারও বক্তব্য রাখা শুরু করেন বিএনপি প্রধান)।  তারা বলেছে, আমি নাকি বাংলাদেশে ফিরে আসবো না। আমার ঠিকানা বাংলাদেশ। এখানের মানুষের কাছেই আমি থাকবো। আমাদের শক্তি গুলি নয় এদেশের মাটি ও মানুষ।’

সরকার সমাবেশে আসতে নেতাকর্মীদের বিভিন্নভাবে বাধা দিয়েছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, ‘জনসভা যাতে সফল না হয় জনগণ যাতে আসতে না পারে বাধা সৃষ্টি করা হয়েছে। মানুষকে অনেক কষ্ট করে আসতে হয়েছে। বাড়ি বাড়ি ও হোটলেগুলোতে তল্লাশী করা হয়েছে। পাবলিক যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু কী তাই, এমনকি আমিও যাতে আপনাদের সামনে এসে পৌঁছাতে না পারি আমার বাসা থেকে বের হয়ে গুলশান পার হতে বাস দিয়ে রাস্তা আটকে রাখা হয়েছে। এরা যে কত ছোট মনের তা আবার প্রমান করলো। এতো ছোট মন নিয়ে রাজনীতি করা যায় না।’

এ সময় ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন প্রাক্তন এই প্রধানমন্ত্রী।

খালেদা জিয়া তার বক্তব্যে  রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা রোহিঙ্গা সমস্যা। একসাথে বসে এই সমস্যা র সমাধান করতে হবে। আমেরিকা, ব্রিটেন, ইন্ডিয়া, চীনের মতো বড় দেশগুলো ও আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান, যাতে রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরে গিয়ে নির্ভয়ে সেখানে থাকতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। কারণ তারা সে দেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক নয়। আমরা মানবিক কারণে আশ্রয় দিয়েছি। কিন্তু দীর্ঘদিন রাখা সম্ভব নয়।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে.জেনারেল (অব.)মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস,গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাজাহান ওমর, বরকতউল্লাহ বুলু, মো. শাজাহান, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, শওকত মাহমুদ, আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুনুর রশিদ,হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

এর আগে বেলা পৌনে ২টায় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খানের কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে এই জনসভার কার্যক্রম শুরু হয়। বেলা ২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভা শুরুর এক ঘণ্টা পর খালেদা জিয়া সমাবেশস্থলে পৌঁছান। বিকেল সোয়া ৪টায় বক্তব্য দেওয়া শুরু করেন খালেদা জিয়া।
এদিকে উক্ত সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সাথে সংযুক্ত মহাসড়ক ও রাজধানীর আভ্যন্তরীণ গণপরিবহণ বন্ধ করে দেয় সরকার ও প্রশাসন। এতে চরম বিড়ম্বনায় পড়েন সাধারণ মানুষ।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর