আপডেট :

        উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত বেশিরভাগ রাজনৈতিক দল

        মানবাধিকারের উল্লেখযোগ্য উন্নতি

        প্রচণ্ড এই গরম থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় নামাজ পড়ে দোয়া

        যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার

        এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো

        মার্কিন বিমান আটকে দিলো ‘যুদ্ধবিরোধী’ কুমির!

        চিতাবাঘের আক্রমণে আহত জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার হুইটাল

        যুক্তরাষ্ট্রে গরুর দুধেও বার্ড ফ্লু শনাক্ত

        পবিত্র হজ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

        গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

        পার্লামেন্টে জুতা চুরি, খালি পায়ে ঘরে ফিরলেন পাকিস্তানের এমপিরা

        অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা

        কুড়িগ্রামে হিটস্ট্রোকে মৃত্যু

        চীন সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন

        দেশে একদিনের ব্যবধানে সোনার দাম আরও কিছুটা কমানো হয়েছে

        ২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি চলছে

        ইউক্রেনে গোপনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিলো মার্কিন যুক্তরাষ্ট্র

        আবহাওয়া বিবেচনায় খোলা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

        ‘ব্ল্যাক’ ফিরে যাচ্ছে পুরনো লাইনআপে!

        অনাবৃষ্টি থেকে মুক্তি কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসতিসকার নামাজ

যুক্তরাষ্ট্র জুড়ে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ

যুক্তরাষ্ট্র জুড়ে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ

এলএ বাংলা টাইমস


পুরো যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের সংক্রমণ আবার নতুন করে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের এলাকাগুলোয় করোনা সংক্রমণ বৃদ্ধির হার লক্ষ করা যাচ্ছে। টানা কয়েক সপ্তাহ ধরে দিনে প্রায় ২০ হাজার মানুষের সংক্রমিত হওয়ার খবর পাওয়া যাচ্ছিল। কিন্তু গত সপ্তাহ থেকে এ সংখ্যা দিনে ৩০ হাজারে বেড়ে যাওয়ায় নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে। দেশটিতে তিন মাসে করোনায় সংক্রমিত হয়ে ১ লাখ ২২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইউরোপের বিভিন্ন দেশ করোনার সংক্রমণ কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক ভালো পদক্ষেপ নিয়েছে। ইতালি ও স্পেনের চেয়ে আমেরিকা করোনা পরিস্থিতি ব্যবস্থাপনায় পিছিয়ে আছে। ইউরোপের দেশগুলোয় এখনো সংক্রমণ হলেও দেশগুলো সংক্রমিতের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। অল্পসংখ্যক মানুষ এখন ওই সব দেশে নতুন করে সংক্রমিত হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রে ঘটছে তার উল্টো। ইউরোপিয়ান ইউনিয়নের করোনায় আক্রান্ত দেশগুলোয় এখন দিনে গড়ে তিন হাজারেরও কম মানুষ সংক্রমিত হচ্ছে। আর আমেরিকায় সংক্রমিত হচ্ছে তার ১০ গুণ বেশি। অথচ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোয় আমেরিকার চেয়ে ১০০ মিলিয়ন বেশি মানুষের বসবাস।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গত সপ্তাহে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, করোনাভাইরাস স্তিমিত হয়ে আসছে। সংক্রমিতের সংখ্যা দিনে ৩০ হাজার ছিল। মে মাসে দিনে তা ২৫ হাজারে নেমে এসেছে। আর গত সপ্তাহে দিনে ২০ হাজার সংক্রমিতের কথা তিনি উল্লেখ করে স্বস্তির কথা শুনিয়েছিলেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ভ্যাকসিন ছাড়াই করোনাভাইরাস স্তিমিত হয়ে যাবে। ২০ জুন নির্বাচনী প্রচারে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি করোনার টেস্টিং কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ নিয়ে পরদিন ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী জো বাইডেন বেশি করে টেস্টিং করার আহ্বান জানান। সমালোচনা শুরু হয় প্রেসিডেন্ট ট্রাম্পের। পরে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প কৌতুক করেই এ কথা বলেছিলেন।

করোনাভাইরাসে নাজুক হওয়া নিউইয়র্কের অবস্থা ক্রমাগত উন্নতির দিকে। তিন মাসের লকডাউনের পর ধীরে ধীরে জীবনযাত্রা স্বাভাবিক করার চেষ্টা চলছে। আমেরিকার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমের রাজ্যগুলোয় সংক্রমণ বাড়ছে। অ্যারিজোনা, টেক্সাস, ফ্লোরিডা, সাউথ ও নর্থ ক্যারোলাইনার মতো রাজ্যে সংক্রমণ বাড়ছে। এটাকে দ্বিতীয় দফা সংক্রমণ হিসেবেও দেখতে শুরু করছেন কেউ কেউ। সামাজিক ব্যবধান কড়াকড়িভাবে না মানার কারণে অনেক এলাকাতেই সংক্রমণের হার বাড়ছে। এ নিয়ে স্বাস্থ্যসেবীদের রীতিমতো উৎকণ্ঠায় পড়তে হচ্ছে।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর