কবিতা
বিভোরে বিভারে
লুৎফুন নাহার
দৃশ্যের আড়ালের দৃশ্য হতে অদৃশ্য হয়ে যায় অবয়ব
কংক্রিট থেকে বেরিয়ে আসে লাস্যময়ী মায়াভূবন
কল্পনার কফিনে শুয়ে থাকে যে শব,
তার জন্য তেমন শোক নেই, সুখের জাবরকাটা নেই
যেনো বিস্মৃতির বিস্ময়ে ঘোরলাগা এক সময় নৌকা
আমরা তার বাধ্য যাত্রী; চয়েসহীন, পরাধীন প্রজা।
কারা যেনো প্রজাপতি হয়ে মকমলি পাখনায়
ঘোরে বেড়ায় বন, মৌসুমে মৌসুমে ঘটায় ফুলের পরাগায়ন
বদ্ধ দরোজার এপাশে বসে আমরা কেবল বুনে যাই
আফসোসের মিহিন জাল, ছেড়ে ছেড়ে উদাসী শ্বাস।
কারা যেনো কোকিলের বেশে চষে বেড়ায় সমস্ত বসন্ত
সুরে সুরে মোহিত করে তামাম সুর-পাগল সামন্ত
আমরা তখনও সন্যাসীর ন্যায় আসীন হই বটমূলে
ভুলে যেতে জীবনের যাবতীয় ভুল; বিভোরে, বিভারে।
শেয়ার করুন