লস এঞ্জেলেসে আবার সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসে আবারো সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) রাজ্যটিতে নতুন করে ১৩ হাজার ৮১৫ জন বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ দৈনিক আক্রান্তের সংখ্যা৷ একই দিনে মারা গেছে আরো ৫০ জন।
দৈনিক আক্রান্তের এই রেকর্ডটিও খুব বেশিদিন টিকবেনা বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, শীঘ্রই লস এঞ্জেলেসে সংক্রমণ কমছে না৷
সর্বোচ্চ আক্রান্তের রেকর্ডের পাশাপাশি মোট আক্রান্তের কোটা পাঁচ লাখ লস এঞ্জেলেসে। এখন পর্যন্ত লস এঞ্জেলেসে মোট আক্রান্ত হলো ৫ লাখ ১ হাজার ৬৩৫ জন।
সংক্রমণ বাড়ায় চাপে পড়েছে কাউন্টির হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। হাসপাতাল রোগীতে পূর্ণ হয়ে যাওয়ার পাশাপাশি জরুরি বিভাগের আসনও ফুরিয়েছে। শুক্রবারে লস এঞ্জেলেস জুড়ে ৩ হাজার ৬২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে৷ এরমধ্যে ২৩ শতাংশ রোগীকে জরুরি বিভাগে রাখা হয়েছে৷ আর ভ্যান্টিলেটরে রাখা হয়েছে ১৫ শতাংশ রোগীকে।
কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা বলেন, আমাদের মাত্র ২ হাজার ১০০টি জরুরি বিভাগের আসন রয়েছে। অন্যান্য রোগের জন্য জরুরি বিভাগের প্রয়োজন হলেও সেটি ব্যবহার করা যাচ্ছে না। করোনা রোগী দিয়ে সকল জরুরি বিভাগের আসন পূর্ণ হয়ে গেছে৷
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন