“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
পাসাডিনায় ভবনের গভীর গর্ত থেকে উদ্ধার কুকুর
ছবি: এলএবাংলাটাইমস
নির্মাণাধীন ভবনের গভীর গর্তে পড়ে যাওয়া একটি কুকুরকে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে উদ্ধার করতে সক্ষম হয়েছে পাসাডিনা দমকল বাহিনী।
কর্তৃপক্ষ জানিয়েছে, বয়েলস্টন স্ট্রিটের কাছে লেক অ্যাভিনিউ- এর কাছে একটি নির্মাণাধীন ভবনের তিন ফুট প্রশস্ত ও গভীর গর্তে একটি কুকুর দুর্ঘটনাবশত পড়ে যায়।
ঘটনাস্থলে পাসাডিনা সার্চ অ্যান্ড রেসকিউ কুকুরটিকে এসে উদ্ধারের চেষ্টা চালায়। একাধিক রশি বেঁধে এক উদ্ধারকর্মী গর্তে নামেন।
গর্তটি কতোটুকু গভীর ছিল, সেটি নিশ্চিত না হলেও কুকুরটির কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীর ১২ মিনিট সময় লেগে যায়। কুকুরটিকে নিরাপদেই উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হয়।
গর্তে পড়ে যাওয়া কুকুরটির নাম সিজার বলে জানায় এর মালিক। উদ্ধারের পর কুকুরটি সুস্থ অবস্থায় ছিলো বলেই জানায় কর্তৃপক্ষ। তবে গর্তে পড়ে কুকুরটির সারা গায়ে ময়লা লেগে যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সিজার কিভাবে গর্তে পড়ে যায় এবং উদ্ধারের আগে কতোক্ষন সে গর্তে আটকে ছিল, সেটি এখনও নিশ্চিত হয়নি কর্তৃপক্ষ।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন