ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
উবার উইথ গান: অ্যাপে ক্লিক করলেই মিলবে সশস্ত্র নিরাপত্তা পরিষেবা
ছবি: ইন্টারনেট
নিরাপত্তার জন্য সশস্ত্র দেহরক্ষী দরকার? এখন এর জন্যও আছে একটি অ্যাপ।
নতুন এই অ্যাপ ‘প্রোটেক্টর’ (Protector) ‘উবার উইথ গান’ নামে পরিচিত। মাত্র একটি ক্লিকেই ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেহরক্ষী ভাড়া নিতে পারবেন।
সম্প্রতি বেশ কয়েকটি আলোচিত ডাকাতির ঘটনার পর এই অ্যাপ চালু করা হয়েছে। বর্তমানে সেবাটি শুধুমাত্র লস এঞ্জেলেস এবং নিউ ইয়র্কে পাওয়া যাচ্ছে।
এই অ্যাপ ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন কী ধরনের দেহরক্ষী তারা চান, তাদের পোশাক কেমন হবে এবং কী ধরনের গাড়ির প্রয়োজন হবে। এই বিশেষ পরিষেবাটি সাবেক বা কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সামরিক বাহিনীর দক্ষ কর্মীদের দ্বারা পরিচালিত হয়।
প্রতিষ্ঠানটির দাবি, তাদের সব নিরাপত্তাকর্মী যাচাই-বাছাই করা হয়, তবে এই পরিষেবা সাশ্রয়ী নয়।
প্রথমে বার্ষিক সদস্যপদের জন্য ১২৯ ডলার দিতে হয় এবং দেহরক্ষী বুকিং-এর জন্য ন্যূনতম ৫ ঘণ্টার জন্য ১,০০০ ডলার ব্যয় করতে হয়। আইনশৃঙ্খলা বিশেষজ্ঞ ব্রুস থমাস জানান, এটি একটি সাধারণ সময়সীমা। তবে প্রতিষ্ঠানটি শিগগিরই ৫ ঘণ্টার ন্যূনতম শর্তটি বাতিল করার পরিকল্পনা করছে, যেখানে প্রতি ঘণ্টায় ২০০ ডলার খরচ হবে।
থমাস আরও জানান, ''এ ধরনের পরিষেবা পেতে হলে অবশ্যই যথাযথ লাইসেন্স থাকতে হবে। ক্যালিফোর্নিয়ায়, বিএসআইএস (ব্যুরো অব সিকিউরিটি অ্যান্ড ইনভেস্টিগেটিভ সার্ভিসেস) কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত হতে হয়। এ ধরনের ব্যবসা পরিচালনার জন্য ‘গার্ড কার্ড’ লাগবে। এছাড়াও অস্ত্র বহনের জন্য একটি আলাদা ‘ফায়ারআর্ম পারমিট’ প্রয়োজন।”
তিনি পরামর্শ দেন, গ্রাহকদের অবশ্যই নিশ্চিত হওয়া উচিত যে তারা যাদের নিয়োগ দিচ্ছেন, তাদের যথাযথ প্রশিক্ষণ আছে কি না।
“তারা কি শুধুই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নাকি সামরিক বাহিনীর? তারা কি বডিগার্ড প্রশিক্ষণ নিয়েছে? তারা কি সুরক্ষা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়েছে?” - বলেন থমাস। “আমি একজন ভোক্তা হিসেবে নিশ্চিত হতে চাই যে তারা এসব যোগ্যতা রাখে।”
প্রতিষ্ঠানটির দাবি, তাদের নিরাপত্তাকর্মীরা ‘ল’ এনফোর্সমেন্ট অফিসার্স সেফটি অ্যাক্ট’-এর আওতায় অস্ত্র বহনের লাইসেন্সপ্রাপ্ত। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, গ্রাহকদের উচিত কোম্পানির দায়বদ্ধতা সংক্রান্ত বীমা রয়েছে কি না, তা যাচাই করা।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন