আপডেট :

        নিউইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট

        লস এঞ্জেলেসে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু, পাঁচজন হাসপাতালে

        সরকারি শাটডাউনে বিপর্যস্ত পরিবারগুলোর জন্য কার্ল’স জুনিয়রের ১ ডলারের খাবার উদ্যোগ

        লস এঞ্জেলেসের সান ফার্নান্দো ভ্যালিতে গুলিবর্ষণ, আহত একাধিক ব্যক্তি

        ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়ানোর সম্ভাবনা অস্বীকার করলেন ট্রাম্প

        শাটডাউনের সময় খাদ্য সহায়তা বন্ধ করা যাবে না: মার্কিন আদালতের রায়

        মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণে নিহত ২৩

        নিউহলে হ্যালোইন পার্টিতে গুলিবর্ষণ, নিহত ১

        যুক্তরাষ্ট্রে আরও এক রোগীর শরীরে মাংকিপক্স শনাক্ত, নাইজেরিয়া থেকে ফিরেছিলেন আক্রান্ত ব্যক্তি

        নাইজেরিয়ায় খ্রিষ্টান হত্যার অভিযোগে সামরিক পদক্ষেপের হুমকি ট্রাম্পের

        লস এঞ্জেলেসে ডজার্সের বিজয় উৎসব: সোমবার অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড সিরিজ প্যারেড

        লস এঞ্জেলেসে বন্দুকধারীর হামলায় নিহত ১, আহত ১

        মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবিমা খরচে তীব্র উল্লম্ফনের আশঙ্কা

        মার্কিন বিমানবন্দরে মারাত্মক বিশৃঙ্খলা: কর্মী সংকটে ব্যাহত বিমান চলাচল

        মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আইরিশ নাগরিকদের নির্বাসন ৫০% এর বেশি বেড়েছে

        বলিউড বাদশাহর আজ ৬০ বছর, শুভ জন্মদিন শাহরুখ খান

        বলিউড বাদশাহর আজ ৬০ বছর, শুভ জন্মদিন শাহরুখ খান

        খ্রিস্টানদের হত্যার অভিযোগে নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি ট্রাম্পের

        বিরতির পর লিটনের ট্রাস্ট: বাংলাদেশ টি-টোয়েন্টি স্কয়াডে নতুন জীবন!

        অর্ধেকেরও বেশি ব্যাংক সাইবার হামলা প্রতিরোধে অক্ষম

মুসলিমদের প্রবেশ ঠেকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো মার্কিন সরকার

মুসলিমদের প্রবেশ ঠেকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো মার্কিন সরকার

ট্রাম্পের আদেশের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ছবি: সংগৃহীত

ক্ষমতায় আসার পর ৭টি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রেসিডেন্টের এ আদেশকে ‘বৈষম্যমূলক’ উল্লেখ করে তা স্থগিত করে দেন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি আদালত। এখন একই আদেশ পুনর্বহালের জন্য হোয়াইট হাউজ আমেরিকার সুপ্রিম কোর্টে নয় জন বিচারকের একটি বেঞ্চে তাদের আবেদন পেশ করেছে।প্রেসিডেন্টের আদেশ স্থগিতকারী ওই রায়ের বিরুদ্ধে আমেরিকার সরকার এখন জরুরি ভিত্তিতে দুটি আবেদন পেশ করেছে।


বিচার বিভাগের মুখপাত্র সারা ইসগার ফ্লোরেস নতুন এ আবেদনের বিষয়ে বলেন, ‘আমরা সুপ্রিম কোর্টকে এই গুরুত্বপূর্ণ মামলাটি শোনার আবেদন জানিয়েছি এবং সন্ত্রাসবাদের হুমকি থেকে দেশকে নিরাপদ রাখতে এবং জনগণকে সুরক্ষা দিতে প্রেসিডেন্ট ট্রাম্প যে তার আইনি অধিকারের মধ্যে থেকেই কাজ করছেন, সে ব্যাপারে আমাদের আস্থা আছে বলে মনে করছি।’মুখপাত্র বলেন, ‘যে সব দেশ সন্ত্রাসবাদ লালন করে বা সন্ত্রাসীদের আশ্রয় দেয়, সে সব দেশ থেকে প্রেসিডেন্ট কাউকে ঢুকতে দিতে বাধ্য নন, যতক্ষণ না সেই ব্যক্তির পরিচয় সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে এবং আমেরিকার নিরাপত্তার জন্য সে হুমকি নয়, সেটা নিশ্চিত হচ্ছে।’


ট্রাম্প প্রশাসন এই ভ্রমণ নিষেধাজ্ঞা অবিলম্বে পুনর্বহাল করার জন্য আদালতকে জরুরি ভিত্তিতে অনুমতি দেওয়ার আবেদন জানিয়েছে। আদালত এখন সিদ্ধান্ত নেবে প্রশাসনের পূর্ণাঙ্গ আবেদন শুনবে কি না। তারা যদি শোনার সিদ্ধান্ত নেযন, তাহলে তা হবে অক্টোবরে।এদিকে, এই নিষেধাজ্ঞার বিরোধীরা তাদের লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা নিয়েছে। আমেরিকান সিভিল লির্বাটিস ইউনিয়ন টুইট করে জানিয়েছে, ‘আমরা একবার এই বিদ্বেষপূর্ণ নিষেধাজ্ঞা রদ করেছি, আবার তা করার জন্য আমরা প্রস্তুত।’


ন্যাশানাল ইমিগ্রেশন ল’ সেন্টারের আইন বিষয়ক পরিচালক ক্যারেন টামলিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, ‘বারবার আমাদের দেশের আদালতগুলো বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের মুসলিমদের ওপর এই নিষেধাজ্ঞা অসাংবিধানিক। কেন্দ্রীয় সরকারের এই বৈষম্যমূলক আচরণ থেকে ভয়মুক্ত স্বাধীন জীবনযাপনের অধিকারের জন্য আমরা আমাদের লড়াই অব্যাহত রাখব।’


উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যেই এই নির্বাহী আদেশে সই করেন। এই আদেশে বলা হয়, সোমালিয়া, ইরান, ইরাক, সিরিয়া, সুদান, লিবিয়া এবং ইয়েমেনের নাগরিকদের ৯০ দিনের জন্য আমেরিকায় ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং সব রকম শরণার্থী কর্মসূচি ১২০ দিনের জন্য বন্ধ রাখা হয়।এই নিষেধাজ্ঞার বাস্তবায়ন করতে যেয়ে দেশটির বিমানবন্দরগুলোতে বিশৃঙ্খলতা সৃষ্টি হয় এবং বেশ কিছু শহরে প্রতিবাদ বিক্ষোভ হয়।


এরপর ওয়াশিংটন স্টেট এবং মিনেসোটা থেকে প্রাথমিকভাবে আনা আইনি চ্যালেঞ্জের পর এর বাস্তবায়ন বন্ধ করা হয়। ট্রাম্প এরপর মার্চ মাসে আইনি ইস্যুগুলো আমলে নিয়ে পরিবর্তিত আদেশে সই করেন এবং তাতে ইরাককে তালিকা থেকে বাদ দেওয়া হয়। কিন্তু ১৬ মার্চ মেরিল্যান্ডের একটি স্থানীয় আদালত এ আদেশকে অসাংবিধানিক উল্লেখ করে রায় দেওয়ার পর তা আবারও স্থগিত হয়ে যায়। হাওয়াই এর আদালতও এটি বৈষম্যমূলক বলে রায় দেন এবং জাতীয় নিরাপত্তার যে যুক্তি সরকার দেখাচ্ছে সেটিকে ‘প্রশ্নসাপেক্ষ’ বলে মন্তব্য করেছেন। 


গত মাসে ভার্জিনিয়ার কেন্দ্রীয় আপিল আদালত ট্রাম্পের আদেশের বিপক্ষে অবস্থান নিয়ে সরকারের জাতীয় নিরাপত্তার স্বপক্ষে দেওয়া যুক্তিকে ‘পরোক্ষ যুক্তি’ এবং প্রাথমিকভাবে এটি দেশটিতে মুসলিমদের ঢোকা বন্ধ করার লক্ষ্যে এবং ধর্মীয় বিবেচনায় নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন। এই নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হলে সুপ্রিম কোর্টের এই নয় সদস্য বেঞ্চের অন্তত পাঁচ জন বিচারককে এটি সমর্থন করতে হবে। 

 

শেয়ার করুন

পাঠকের মতামত