বিশ্বে ১ কোটি ৪০ লাখ শিশু অপুষ্টির মুখে, মৃত্যুঝুঁকি আছে: ইউনিসেফ
বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে নাজমুল হাসান পাপনের
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের। গতকাল মিরপুরে ১১তম বোর্ড মিটিং শেষে এমনটাই জানিয়েছেন তিনি। বিশ্বকাপে টাইগার বাহিনীর একটি ম্যাচ দেখে তার বুকে ব্যথাও উঠে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি।
বিসিবি সভাপতি বলেছেন, ‘একটা জিনিস একেবারে উলটো হয়েছে। আমার এত বছরের অভিজ্ঞতা কোনো কাজেই এলো না। আমি ভেবেছিলাম নতুন ছেলেদের এবার ঝুঁকি নিয়ে নামানো হলো, এরা কিছু করতে পারবে না, অভিজ্ঞরা ভালো করবে। কিন্তু হলো তার উলটো। আমাদের অভিজ্ঞ যারা ছিল, তাদের কাছ থেকে যে ধরনের আশা করেছি তার কিইই পাইনি। বরং নতুন ছেলেরা ভালো খেলেছে।’
সংবাদ সম্মেলনে অংশ নিয়ে মন্ত্রী পাপন বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। প্রথমেই তিনি বলেন, ‘সবাইকে একটু দেখে নিই, অনেক দিন পর দেখা। আগে তো প্রায়ই দেখা হতো। এখন ব্যস্ততার কারণে দেখা হয় না।' এরপর তিনি জিজ্ঞেস করলেন, কী দিয়ে শুরু করব বলেন। সবাই তখন বিশ্বকাপ দিয়ে শুরু করার কথা বললে মন্ত্রী বলেন, 'ওটা শেষে করলে ভালো হয় না? ওটা শুরুতে করলে তো থামতে চাইবে না।’ সংবাদ সম্মেলনকক্ষে তখন হাসির রোল পড়ে যায়। দুপুর থেকে রাত পর্যন্ত সংবাদকর্মীদের অপেক্ষার কষ্ট যেন নিমিষেই উবে যায়।
বিশ্বকাপ নিয়ে নাজমুল হাসান পাপন বলেন, 'এবারের বিশ্বকাপটা অন্য যে কোনো বারের থেকে আলাদা ছিল। এবারই প্রথম আমরা বড় ধরনের একটা ঝুঁকি নিয়েছিলাম। ঝুঁকিটা হলো এবারই প্রথম আমরা প্রায় পাঁচ জন নতুন ক্রিকেটার পাঠিয়েছি। সেখানে চার জন অভিজ্ঞ ক্রিকেটার পাঠিয়েছি। বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট, তা-ও আবার টি-টোয়েন্টি, যেখানে আমরা খুব পিছিয়ে আছি, সেখানে এরকম একটা দলকে আমরা বিশ্বকাপ খেলতে পাঠিয়েছি, যেখানে পাঁচ জন নতুন খেলোয়াড়। আমাদের বিশ্বাস ছিল অভিজ্ঞ যে ক্রিকেটারগুলো পাঠিয়েছি, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত-তারা সবকিছু ম্যানেজ করে নেবে। একটা জিনিস আমরা আগে থেকেই জানতাম, রিশাদকে খেলাবে। আর সে সুযোগ পেয়ে বিশ্বকাপের মতো জায়গায় কী করতে পারবে, এটা কোনো ধারণাই ছিল না।' তিনি আরো বলেন, ‘এই টুর্নামেন্টের আগে কেউ চিন্তাই করতে পারেনি-পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো দল দ্বিতীয় পর্বে খেলবে না। আমরা চিন্তাই করিনি অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলবে না। যেভাবে গ্রুপিং করা আছে, তাতে যে কেউ ধরেই নিয়েছে যে, অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলবে।
মনের মধ্যে আমাদের সব সময় বাংলাদেশ। কিন্তু মুখে না বললেও এটা ধরাই যায়, এখান থেকে সেমিফাইনাল খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। সেই জায়গা থেকে প্রথম পর্বে বাংলাদেশ ভালো খেলেছে। শ্রীলঙ্কার বিপক্ষে তো ভালো খেলেছে, সবচেয়ে ভালো খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আমার সব সময় মনে হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ জেতার মতো খেলেছে, এই ম্যাচটা কোনো ভাবেই হারার কথা না। বরং যে দলটা নিয়ে চিন্তা করার কথাই না, সেই নেপাল আমার বুকের ব্যথা উঠিয়ে দিয়েছিল। নেপালের বিপক্ষের ম্যাচটা দেখতে গিয়ে আমার বুকে ব্যথা শুরু হয়ে গিয়েছিল, আরে কী মুশকিল!’
এবারের বিশ্বকাপ নিয়ে বিসিবি সভাপতি দলের পক্ষে সাফাই গাইলেন। তিনি বলেন, ‘বাংলাদেশ না হয় খুব খারাপ করে, ব্যাটিংয়ে ভালো না, মানুষজন বলতেই পারে খেলা দেখে। আমরা নিউ ইয়র্কে হেরেছি। আমরা যে মাঠে হেরেছি, সে মাঠে ভারত ১২০ রানও করতে পারেনি, পাকিস্তান ১১৫ রানও করতে পারেনি। সেন্ট ভিনসেন্টে আমরা যে উইকেটে খেলেছি এই উইকেটে দক্ষিণ আফ্রিকা নেপালের বিপক্ষে মাত্র এক রানে জিতেছে। তাতে কি সব দল খারাপ হয়ে গেল? কিছু একটা আছে, যেটা নিয়ে এই মুহূর্তে আমি কথা বলতে চাচ্ছি না। আমরা যেরকম আশা করেছিলাম, সেরকম হয়নি। যে ধরনের উইকেটে খেলা হয়েছে, তাতে প্রতিটি দলই ভুগেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখানে ভালো-খারাপের কিছু নেই।’
আফগানিস্তানের বিপক্ষে ১২.১ ওভারে ১১৫ রান না করার বিষয়ে মন্ত্রী বলেন, ‘টি-টোয়েন্টিতে এই রান করা কোনো ব্যাপারই না। কিন্তু কন্ডিশন ওরকম ছিল না।’ এই ম্যাচ নিয়ে অধিনায়ক শান্তর একটি মন্তব্য আলোড়ন ফেলেছিল। টাইগার নেতা বলেছিলেন, তিন উইকেট যাওয়ার পর ১২.১ ওভারে জয়ের বদলে তারা পূর্ণ ওভারে কেবল ম্যাচ জেতার চেষ্টা করেছিলেন। এমন বক্তব্য নিয়ে পাপন বলেন, ‘এমনটি যদি বলে থাকে তাহলে সেটি ঠিক বলেনি।’ এদিকে সহ- অধিনায়ক তাসকিন আহমেদের ঘুমকাণ্ড নিয়েও দেশের ক্রিকেটাঙ্গন সরগরম। এই বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বোর্ড সভায় এটা নিয়ে আলোচনা হয়েছে। দলের পক্ষ থেকে রিপোর্ট পেলে আমরা বিস্তারিত জানতে পারব, সে পর্যন্ত অপেক্ষা করছি।’ গতকালের আলোচনায় জাতীয় দলের স্পিন কোচ মুশতাক আহমেদের সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে বলে পাপন জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ টাইগার্স দল নিয়েও কর্মপরিকল্পনা সাজানো হয়েছে। স্টেডিয়ামগুলোর জন্য বিভিন্ন জিনিসপত্র কেনার বিষয়েও গতকালের সভায় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন