আপডেট :

        ধর্ষণ মামলায় হার্ভকে দোষী সাব্যস্ত করে ২০২০ সালে দেওয়া রায় বাতিল

        ইসরায়েলবিরোধী বিক্ষোভের জেরে স্নাতক অনুষ্ঠান বাতিল করল সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়

        ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

        যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ দমনে মারমুখী পুলিশ

        ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, গ্রেফতার শতাধিক

        পশ্চিম ভারত মহাসাগর অঞ্চলে মাদক পাচার এবং মাদকদ্রব্যের অপব্যবহার বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে

        গাজা উপকূলে অস্থায়ী বন্দর যুক্তরাষ্ট্রের !

        রেলের কর্মকর্তা-কর্মচারীদের ঢিলেঢালা পোশাক পরিধান করার নির্দেশ

        জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদান কখনোই ভুলবার নয়

        ৮৮ আসনে দুপুর পর্যন্ত কত ভোট পড়লো

        ২৬ জেলার ওপর তাপপ্রবাহ

        চুয়াডাঙ্গায় সর্বোচ্চ রেকর্ড ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা

        চুয়াডাঙ্গায় সর্বোচ্চ রেকর্ড ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা

        কেন্দ্রীয় কি ঋণখেলাপি ও অর্থপাচারের সুরক্ষা নিশ্চিতে কাজ করছে, প্রশ্ন টিআইবির

        ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় শিক্ষার্থী গ্রেপ্তার

        বিমান হামলায় নিহত এক নারীর গর্ভ থেকে প্রসব হওয়া সন্তানটি মারা গেছে

        ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রেফতার

        তাপ্প্রবাহে ভাঙল ৭৬ বছরের রেকর্ড

        তিন দিনের সফরে বর্তমানে চীনে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন

        ভারতীয় দলে হার্দিক পাণ্ডিয়া ও বিরাট কোহলি নেই

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত

এলএ বাংলা টাইমস


যুক্তরাষ্ট্র জুড়ে করোনাভাইরাস পরিস্থিতি আবার দিনদিন নাজুক হয়ে উঠছে। দেশটিতে ১ জুলাই এক দিনে ৫০ হাজার ২০৩ জন মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। করোনায় সংক্রমিত হওয়ার এই সংখ্যা এক দিনে সর্বোচ্চ। এর আগে ২৬ জুন এক দিনে সর্বোচ্চসংখ্যক মানুষ করোনায় সংক্রমিত হয়েছিলেন। করোনায় সংক্রমিত মানুষের ওই সংখ্যা ছিল ৪৫ হাজার ২৫৫ জন। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ। 

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, এখন পর্যন্ত ২৬ লাখ ৮৫ হাজারেরও বেশি মানুষের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আর করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজারেরও বেশি মানুষের। প্রতিবেদনে বলা হয়, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা, টেনেসি ও টেক্সাস—আমেরিকার এই ৫টি অঙ্গরাজ্যেও ১ জুলাই করোনার সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে। জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ায় এদিন ৯ হাজার ৭৪০ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যাটি ছিল ৫ হাজার ৮৯৮ জন।

তথ্যকেন্দ্রের মুখপাত্র আলী বে বলেন, নতুন করে আবার করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেক রাজ্য পুনরায় খোলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে। অনেক স্থানে বিধিনিষেধ আবার কড়াকড়ি করা হয়েছে। 

এদিকে ক্যালফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ঘোষণা দিয়েছেন, রাজ্যের বার ও পাব খাবার সরবরাহ করতে পারবে না। আর রেস্টুরেন্টে কেউ বসে খেতে পারবে না। কেবল সেখান থেকে খাবার কেনা যাবে। অন্তত তিন সপ্তাহের জন্য এই কড়াকড়ি থাকবে। কারণ রাজ্যে উদ্বেগজনক হারে করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় শুধু যে ক্যালিফোর্নিয়ায় কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নয়। মিশিগানেও প্রায় একই বিধিনিষেধ জারি করা হয়েছে। রাজ্যের প্রত্যন্ত এলাকাতেও বার ইনডোর সার্ভিস বন্ধ ঘোষণা করেছেন গভর্নর গ্রিচেন হুইটমার। এ ছাড়া পেনসিলভানিয়া ও ওরেগন রাজ্যের নাগরিকদের নাক-মুখ ঢেকে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

টেক্সাসে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় টেস্ট করানো মানুষের সংখ্যাও বেড়ে গেছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অন্তত ২৩টি অঙ্গরাজ্য নতুন করে সবকিছু ভাবছে। রাজ্যগুলোতে আবার সব চালু করার পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

বোস্টন মেডিকেল সেন্টারের সংক্রামক রোগবিশেষজ্ঞ জসুয়া বারোকাস ১ জুলাই ইনফেকশাস ডিজিজ সোসাইটি অব আমেরিকার এক ব্রিফিংয়ে বলেন, গত সপ্তাহ থেকে আমেরিকার ৩৭টি অঙ্গরাজ্যে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। কেবল নিউজার্সি ও রোড আইল্যান্ডের সংক্রমণ একটু কমছে। তবে ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের পরে সারা দেশে এই সংক্রমণের মাত্রা আরও অনেক গুণ বেড়ে যাবে।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর