মালয়েশিয়া ‘জঙ্গি’ সন্দেহে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার; ঢাকা দিচ্ছে সহযোগিতার প্রতিশ্রুতি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ধোনির
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা নিলেন ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।
গত বছর ৯ জুলাই ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ মাঠে নামেন এই ভারতীয়। বৃষ্টি বাধায় পরদিনও ওল্ড ট্রাফোর্ডে একই ম্যাচ খেলতে নামেন ধোনি। সেই ম্যাচে হারের পর সবুজ গালিচায় আর ফেরা হয়নি তাঁর। শনিবার আচমকা ধোনি অবসরের ঘোষণা দেন। ভারতের গণমাধ্যম আজতাক এক ভিডিও বার্তায় ধোনির অবসরের বিষয়টি নিশ্চিত করে।
বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে ধোনি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন। পাশাপাশি ভারতকে টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে তুলেছেন ধোনি।
এলএবাংলাটাইমস/এলআরটি/এস
শেয়ার করুন