আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

        লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২৯০ মৃত্যুর প্রতিবাদে সিটি হলের সামনে ব্যতিক্রমী ‘ডাই-ইন’ বিক্ষোভ

        মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

        যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ডব্লিউএইচওর রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্কে যোগ দিল ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেসে গৃহহীন তহবিল আত্মসাৎ: দাতব্য সংস্থার প্রধান গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

        ট্রাম্পের কাছে ‘নতি স্বীকার’ না করতে বিশ্বনেতাদের কড়া বার্তা নিউজমের

        ২০২৫ সালের শেষে ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম কমেছে, বিক্রি বেড়েছে

        সেতু উন্নয়নকাজের জন্য রাতে ইউএস-১০১ ফ্রিওয়ে বন্ধ থাকবে

        ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলেসের ডাউনটাউন

        অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মিনেসোটার শীর্ষ নেতাদের সমন জারি

        চতুর্থ সন্তানের মা হতে চলেছেন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স

        দক্ষিণ ক্যারোলাইনায় হামের সংক্রমণ বেড়েই চলেছে

        দুর্ঘটনায় ফার্মেসির ভেতরে ঢুকে পড়ল টেসলা, আহত ২

        ইন্ডিওর কাছে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ‘এটা বর্ণভিত্তিক প্রোফাইলিং’: অরেঞ্জ কাউন্টিতে ফেডারেল অভিবাসন অভিযানে আতঙ্ক

        গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক হুমকি বাস্তবায়নের অঙ্গীকার ট্রাম্পের, ইউরোপীয় ইউনিয়নের সতর্ক বার্তা

নিউ ইয়র্কে শেষ হল দু’দিনব্যাপী বিশ্ব সিলেট সম্মেলন

নিউ ইয়র্কে শেষ হল দু’দিনব্যাপী বিশ্ব সিলেট সম্মেলন

সিলেটের ইতিহাস-ঐহিত্য ও সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে নিউ ইয়র্কে আয়োজিত
দু’দিনব্যাপী জালালাবাদ বিশ্ব সিলেট সম্মেলন সমাপ্ত হয়েছে। বিশ্বব্যাপী সিলেটিদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের আমেরিকা চ্যাপ্টার এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনটি জ্যামাইকার ইয়র্ক কলেজ মাঠে শনিবার শুরু হয়ে শেষ হয় রবিবার। আয়োজনে বিশেষ সহযোগিতা করে ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশন, যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশন, দক্ষিণ কোলকাতা সিলেট এসোসিয়েশন, জালালাবাদ এসোসিয়েশন অব টরেন্টো এবং জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া ইনক। 

দুই দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন পর্যায়ে ছিল আলোচনা, সেমিনার, বিনোদন ও বাণিজ্যের নানা আয়োজন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, মুক্তিযুদ্ধ, সাহিত্য, সাংবাদিকতা, উন্নয়ন ভাবনা, স্বদেশ চিন্তা নিয়ে আলোচনা করেছেন বিশিষ্টজনেরা। দেশীয় খাবার দাবারসহ বিভিন্ন পণ্যের স্টল ছিলো সম্মেলনকে ঘিরে।  সম্মেলনে নানা ইস্যুতে আলোচনার পাশাপাশি বিভিন্ন  দেশ থেকে আগত সিলেট অঞ্চলের প্রখ্যাত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

গত শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্বের সর্ববৃহৎ এনজিও ‘ব্র্যাক’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যসহ বাংলাদেশ, ভারত, কানাডা, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ থেকে বিপুলসংখ্যক সিলেটি সপরিবারে অংশ নেন।
Image may contain: 13 people, people smiling, people standing, suit and outdoor
উদ্বোধনের দিনে এ অনুষ্ঠানে ভারতীয় পতাকা উত্তোলন করায় নিন্দা প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। নিন্দা আর সমালোচনা ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে এ সম্মেলন।

সম্মেলনের প্রধান অতিথি স্যার ফজলে হাসান আবেদ তার বক্তব্যে এ ধরনের সম্মেলনের গুরুত্বের কথা উপস্থাপন করে বলেন, শেকড়ের সাথে সম্পর্ক জোরদারের পাশাপাশি প্রিয় মাতৃভূমির উন্নয়ন ও কল্যাণের পথকেও ত্বরান্বিত করার উৎসাহ জোগায়। শুধু তাই নয়, পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ একটি ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেনারেল সি. আর. দত্ত বীর উত্তম। সম্মেলনের অতিথির মধ্যে আরো বক্তব্য রাখেন, মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং, আমেরিকায় জালালাবাদ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এম এম শাহীন, বাংলাদেশ হাই কোর্ট ডিভিশনের বিচারপতি ড. মো. আবু তারিক, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন, সাবেক সচিব এনাম আহমেদ চৌধুরী, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সি এম তোফায়েল সামী, বাংলাদেশের খ্যাতনামা অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জমান, আয়োজক সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন’র সভাপতি বদরুল খান, সেক্রেটারি জুয়েল চৌধুরী এবং সম্মেলনের আহবায়ক ডা. জিয়াউদ্দিন আহমেদ।

বিশ্ব সিলেট সম্মেলনের সমাপনী দিনে উৎসব মঞ্চে বক্তব্য দেন সাবেক সচিব ও রাজনীতিবিদ ইনাম আহমদ চৌধুরী, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান, জাতীয় অধ্যাপক ড. শায়লা খাতুন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

এছাড়া গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. অমলেন্দু চক্রবর্তী, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র সভাপতি সি এম তোফায়েল সামি, রানা ফেরদৌস চৌধুরী, জার্মানি থেকে অংশ নেওয়া সাকী চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র সাবেক সাধারণ সম্পাদক নজরুল আলম ও বরতমান পাবলিক রিলেশন সেক্রেটারি, এলএ বাংলা টাইমস-এর  সিইও আব্দুস সামাদ। 
সমাপনী দিনে দুপুর ১২টায় ইয়র্ক কলেজে সুরমা হলে আয়োজন করা হয় 'সিলেট হেরিটেজ' শীর্ষক সেমিনার। এতে বক্তব্য রাখেন মোস্তফা সেলিম, ইনাম আহমেদ চৌধুরী প্রমুখ।
Image may contain: 3 people, people on stage, people standing and outdoor
শেষ সন্ধ্যায় আয়োজিত বিশ্ব সিলেট সম্মেলনের সমাপনী পর্বে বক্তব্য প্রদান প্রদান করেন সম্মেলনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন নিউইয়র্কের সভাপতি বদরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল।

সন্ধ্যার পর থেকে খোলা মাঠের উন্মুক্ত মঞ্চে পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আসা সিলেটি শিল্পীরা গানে, অভিনয়ে ও নৃত্যে সিলেটের লোকায়ত সংস্কৃতি তুলে ধরেন।

বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা সিলেটবাসীর মধ্যকার নেটওয়ার্ক সরব রাখার মধ্য দিয়ে সিলেটী সংস্কৃতির আলোকে প্রবাস প্রজন্মকে লালনের সংকল্প ব্যক্ত করা হলো নিউইয়র্কে ‘জালালাবাদ বিশ্ব সিলেট সম্মেলনে’।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পতাকা উত্তোলনের ব্যাপারে সম্মেলনের আহবায় ডা. জিয়াউদ্দিন আহমেদ বলেন, প্রচুর সংখ্যক উচ্চ পদস্থ কর্মকর্তারা এসেছেন ভারত থেকে। সে কারনেই তাঁদের বক্তব্য দেওয়ার সময় ডিজিটাল ব্যানারে যদি ভারতীয় পতাকা দেখানো হয় তাতে দোষের কিছু নেই। কারণ এ সম্মেলনটি শুধুমাত্র বাংলাদেশ বা যুক্তরাষ্ট্র ভিত্তিক নয়। এটার নামকরণ করা হয়েছে ‘সিলেট বিশ্ব সম্মেলন’। এরই প্রেক্ষিতে হয়তো বা ডিজিটাল স্ক্রিন অপারেটর ভারতীয় পতাকা দেখাতে পারেন বলে মন্তব্য করেন ডা. জিয়াউদ্দিন আহমেদ।

এ প্রসঙ্গে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল খান বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। ভারতীয় পতাকা দেখানোর কোন পরিকল্পনা ছিল না কিংবা আগে কোন আলোচনাও হয়নি। ডিজিটাল ব্যানারে কেন ভারতীয় পতাকা দেখানো হয়েছে এ বিষয়টি তার বোধগম্যের বাইরে। তবে তিনি বলেন, যদি এ ধরনের কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তা দেখার জন্য প্রবাসীদেরকে অনুরোধ করেন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোনো বিশেষ অঞ্চল নিয়ে এমন একটি বিশ্ব সম্মেলন রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল বলেন, সব জায়গা থেকে ব্যাপক সহযোগিতা পাওয়া গেছে। এ বিশ্ব সম্মেলনের মাধ্যমে সিলেট অঞ্চলের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে সম্মিলিত আওয়াজ উঠবে বলে তিনি প্রত্যাশা করেন।


শেয়ার করুন

পাঠকের মতামত