আপডেট :

        চার গুণীজনকে একান্নবর্তী-রণজিৎ বিশ্বাস স্মৃতি সম্মাননা প্রদান

        চীনের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংগ্রহ করল ইরান

        শেঙেন ভাঙনের ইঙ্গিত? সীমান্তে কড়াকড়ি বাড়ছে

        ডিএমপি: সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

        তৃতীয় বিয়ের গুঞ্জনে আমির খান, গৌরীকে নিয়ে কী বললেন?

        মুজিবুল হক চুন্নুই বৈধ মহাসচিব — মত ব্যারিস্টার আনিসুলের

        ত্রিমুখী হত্যাকাণ্ডের তদন্তে ডিবি: মুরাদনগরের মা-ছেলে-মেয়ে হত্যার মামলা

        ১৯ সেপ্টেম্বর থেকে শুরু সিপিবির ত্রয়োদশ কংগ্রেস

        অলিখিত ফাইনালের লড়াইয়ে প্রথমে বল করছে বাংলাদেশ

        চকলেট দিবসে চমক দিন! তৈরি করুন মজাদার কোকোনাট বল

        ভালোবাসার শহরে গড়ে উঠছে লৌহকঙ্কাল—নতুন নির্মাণে বদলে যাচ্ছে চেহারা

        শুল্ক আরোপ নিয়ে প্রেস সচিব যা বললেন

        আকুর দায় মেটানোর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়নের নিচে

        ব্যক্তিগত সহকারীসহ ডিপজলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

        বাংলাদেশি পণ্য আমেরিকায় উৎপাদন হলে শুল্ক মুক্তির আশ্বাস ট্রাম্পের

        চাঁদা প্রসঙ্গে ইলিয়াস: ‘কারা নিচ্ছেন বলবো না, সাবধানে নিয়েন’

        বিশ্বকাপে খেলতে মুখিয়ে আফঈদা, আস্থার বার্তা ঋতুপর্ণার

        হিমছড়িতে সাগরে ভেসে গেলেন চবির ৩ ছাত্র, একজনের লাশ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা শুরু হচ্ছে বুধবার: জানালেন বাণিজ্য উপদেষ্টা

        চট্টগ্রামে প্রথমবারের মতো দুই জিকা রোগী শনাক্ত

হিমছড়িতে সাগরে ভেসে গেলেন চবির ৩ ছাত্র, একজনের লাশ উদ্ধার

হিমছড়িতে সাগরে ভেসে গেলেন চবির ৩ ছাত্র, একজনের লাশ উদ্ধার

কক্সবাজারে হিমছড়ি সৈকতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৬টার দিকে হিমছড়ি সৈকতে নৌকা নিয়ে সাগরে নামেন তারা।

সকাল ৯টার দিকে তাদের নিখোঁজ হওয়ার খবর আসে। 
বিভাগের সভাপতি মোহাম্মদ সোহাইব কালের কণ্ঠকে এ খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল সোমবার বিভাগের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর আসিফ আহমেদ, অরিত্র হাসান, সাদমান রহমান সাবাবসহ পাঁচ বন্ধু কক্সবাজারে ঘুরতে যান। আসিফ ও অরিত্র বগুড়া এবং সাবাব ঢাকার মিপুরের বাসিন্দা।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে হিমছড়ি সৈকতে সাবাবের মরদেহ পাওয়া যায়। বাকি দুই শিক্ষার্থী এখনো নিখোঁজ। তাদের উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ চালিয়ে যাচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভির মোহাম্মদ হায়দার আরিফ কালের কণ্ঠকে বলেন, সকাল ৯টার দিকে খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করি।

স্রোত প্রবল থাকায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। আমি ও বিভাগীয় কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে থাকা দুই শিক্ষার্থী যেন একা না থাকে, সে জন্য তাদের বিভাগীয় সিনিয়রদেরও পাঠানো হয়েছে।

 
নিহত ও নিখোঁজ তিন শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের ফরহাদ হলে একই কক্ষে থাকতেন। তাদের মৌখিক পরীক্ষা এখনো বাকি ছিল, যা আগামী ১০ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কয়েক দিন পরই তারা দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে যাচ্ছিলেন—কিন্তু এ দুর্ঘটনা তাদের সেই স্বপ্ন ছিনিয়ে নিল। 

সিরাজগঞ্জের হাটিকুমরুলে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছ্নে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খান্দকার (৩৫)।


স্থানীয়রা জানান, পুরান বেড়া থেকে ব্যাটারিচালিত রিকশায় অসুস্থ বাবাকে নিয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন জুয়েল খন্দকার ও রাসেল খন্দকার।

পথে নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়কে খানাখন্দ থাকায় অটোরিকশাটি মহাসড়কের মাঝামাঝি চলে যায়। এ সময় বনপাড়াগামী একটি ট্রাক রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান খান্দকার ও তার ছোট ছেলে জুয়েল মারা যান। আহত হন রাসেল।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকচাপায় বাবা ও ছেলে মারা গেছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও  করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। 

সোমবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ। এরপর সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন বাকা (৫৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক (৪৫), সাটুরিয়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন (৫৪) ও উপজেলা ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বিকে (২৬) সাটুরিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে।

এরপর পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে থানা ঘেরাও করে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা। 

 
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম জানান, বিভিন্ন মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. শাহরিয়ার আজম মুন্না (৪৪) নামে এক সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) বিকেলে রাণীশংকৈল উপজেলা পরিষদ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং রাণীশংকৈল উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। মুন্না উপজেলার মৃত মিজানুর রহমান ও মোছা. ফরিদা রহমানের ছেলে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদুল হক জানান, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি রাণীশংকৈল থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ধারা ও সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায়ই গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, মঙ্গলবার (৮ জুলাই) শাহরিয়ার আজম মুন্নাকে ঠাকুরগাঁও আদালতে পাঠানো হবে। এ বিষয়ে শাহরিয়ার আজম মুন্নার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


শিমুল চেয়ারম্যান ডিকলার দিছে একবারেই মাইরা ফালা, ২০টা মামলা অইলে অইব আমি দেখব, রুবির বংশ নির্বংশ কইরা ফালা’, আমার ওপর ৫০ জন পোলাপাইন হামলা চালাইছে, এরা সব কাশিমপুর ও কড়ইবাড়ির লোক। এদের মধ্যে আবু মেম্বার, বক্কর মেম্বার, বাচ্চু মেম্বার, শিমুল চেয়ারম্যান, শরীফ, বাছির, আতিক, আনু মেম্বার, রফিক, রবিউল, টেগড়া জুয়েল, বিল্লাল বাবুর্চিসহ আরো অনেকে ছিল- তাদের মুখ চিনি নাম জানি না।

কুমিল্লার মুরাদনগরে মাসহ দুই সন্তানকে কুপিয়ে হত্যার সময় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া রুমা আক্তারকে সংকটাপন্ন অবস্থায় অ্যাম্বুল্যান্সে ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে একটি ভিডিও রেকর্ডে তিনি এসব কথা বলেন। বর্তমানে রুমা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তার মাথা ও মুখমণ্ডলে বেশ কিছু সেলাই দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেড় মিনিটের ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘শিমুল চেয়ারম্যান ডিকলার দেওয়ার পরই সবাই হামলা চালায়।’ আমারে আনু মেম্বার বাঁশ দিয়ে পিটাইছে, রক্তের সাগর হয়ে গেছে, তবুও তাদের মন গলেনি। অনেকের মুখ চিনি নাম তো জানি না।

ভাগ্যক্রমে বেঁচে যাওয়া রুমার অপর বোন রিক্তা আক্তার গণমাধ্যমকে বলেন, শিমুল চেয়ারম্যান গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি মামলার বাদী হওয়ায় আমাকে নানাভাবে খুনের হুমকি দেওয়া হচ্ছে। যারা আমার মা-বোন ও ভাইকে হত্যা করেছে, ছোট ছোট বাচ্চাদের এতিম করেছে, আমি তাদের ফাঁসি চাই। 
এদিকে গত দুই দিনে ঢাকায় র‌্যাবের হাতে ও কুমিল্লায় সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ৮ আসামি বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা বাঙ্গরা বাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তাহের ভূঁইয়া।

মঙ্গলবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১১ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হকের আদালতে আসামিদের রিমান্ডের শুনানি হবে। তবে ঘটনার ‘মূল পরিকল্পনাকারী’ ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালকে এখনো গ্রেপ্তার করা যায়নি। 
সোমবার (৭ জুলাই) বিকেলে খোঁজ নিয়ে জানা গেছে, এখনো লোকশূন্য কড়ইবাড়ি ও কাশিমপুর এলাকা। গ্রেপ্তার আতঙ্কে বাড়িছাড়া গ্রামের পুরুষরা। এলাকার দোকানপাটও বন্ধ।

তবে আইন-শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা বলছেন, ঘটনার সঙ্গে জড়িত নয় এমন কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। 
বাঙ্গরা বাজার থানার ওসি মো. মাহফুজুর রহমান কালের কণ্ঠকে বলেন, মূল অভিযুক্ত শিমুল বিল্লাল চেয়ারম্যান পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত রুবির বাড়িতে এখনো পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ মামলায় সেনাবাহিনী ও র‌্যাবের পৃথক অভিযানে আট আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে জেলহাজতে রয়েছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা কারা জড়িত এ ব্যাপারে আসামিদের জিজ্ঞাসাবাদ করতে আদালতে প্রত্যেকের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এরই মধ্যে প্রকৃত আসামিদের নাম-পরিচয় জানতে পেরেছে। তাদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত