নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
যেকোনো সংকটময় মুহূর্তে ভারতের পাশে থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
ভারতের একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সেনা সদস্য হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাশ্মীরের উড়িতে গত ১৮ সেপ্টেম্বর সেনা ঘাঁটিতে এই সন্ত্রাসী হামলায় ১৭ সেনা সদস্য নিহত এবং অনেকে আহত হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ঘনিষ্ট বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যেকোনো সংকটময় মুহূর্তে ভারতের পাশে থাকবে।
বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হতাহত সেনা সদস্যের পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বার্তায় ভারতের সশস্ত্র বাহিনীর আহত সেনা সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেন।
বার্তায় বলা হয়, বাংলাদেশ যেকোনো ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানায়। বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।
বার্তায় আরো বলা হয়, আমরা এই অঞ্চল থেকে সীমান্ত্র সন্ত্রাস নির্মূলে আমাদের অভিন্ন প্রচেষ্টায় এক সঙ্গে কাজ করে যাবো।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন