দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে হেলিকপ্টার দুর্ঘটনা: আহত ৫ জন হাসপাতালে
ছবি: এলএবাংলাটাইমস/ওএম
ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে শনিবার বিকেলে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের তথ্য অনুযায়ী, বিকেল ২টা ৯ মিনিটের দিকে প্যাসিফিক কোস্ট হাইওয়ের পাশে, Cars ‘N Copters on the Coast ইভেন্ট স্থলের সামনে—Waterfront Beach Resort হোটেলের কাছে—এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় টিভি চ্যানেল কেটিএলএর ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারটি ধীরে ধীরে সড়কের দিকে নামছিল, কিন্তু হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে সড়কের পাশেই ধাক্কা খায়।
হান্টিংটন বিচ পুলিশের মুখপাত্র জানান, হেলিকপ্টারে তখন দুইজন আরোহী ছিলেন, দুজনই দুর্ঘটনার পর জীবিত অবস্থায় বেরিয়ে আসেন। তবে সড়কে দাঁড়িয়ে থাকা তিনজন আহত হন। সব মিলিয়ে পাঁচজনকেই হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলিকপ্টারটি ভূপাতিত হওয়ার কয়েক সেকেন্ড আগে এর পেছনের রটার ব্লেডটি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সেটি কাছের কয়েকটি নারকেল গাছ ও একটি ব্রিজ ওয়াকওয়ের ওপর আছড়ে পড়ে।
কুর্ট জনস্টন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “হেলিকপ্টারটি ঠিক আমার মাথার ওপর দিয়ে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে সেটি ভেঙে পড়ল—যেন দুঃস্বপ্নের মতো দৃশ্য। পাশে এক বৃদ্ধের মাথা ফেটে গিয়েছিল, তিনি রক্ত বন্ধ করার চেষ্টা করছিলেন।”
আরেক প্রত্যক্ষদর্শী ড্যারেল হ্যালেট জানান, “রেসকিউ টিম পাইলটকে উদ্ধার করে আনল, তিনি হাত তুলে ‘থাম্বস আপ’ দিলেন—তাকে দেখে মনে হলো তিনি বেশ ভালো আছেন।”
ড্যারেলের ছেলে গ্রেসন হ্যালেট বলেন, “পুলিশ তখন সবাইকে সরিয়ে নিচ্ছিল, তারা ভেবেছিল হয়তো হেলিকপ্টারটি বিস্ফোরিত হবে।”
ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে এক শিশুকেও উদ্ধার করা হচ্ছে। জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি Bell 222 মডেলের, যা ১৯৮০-এর দশকের জনপ্রিয় টিভি সিরিজ Airwolf-এর মাধ্যমে পরিচিতি পেয়েছিল।
শহর প্রশাসন এক বিবৃতিতে জানায়, “হেলিকপ্টারটি আগামীকালের জন্য নির্ধারিত Cars ‘N Copters’ ইভেন্টের সঙ্গে যুক্ত ছিল। দুর্ঘটনার বিষয়টি FAA (Federal Aviation Administration) এবং NTSB (National Transportation Safety Board)-কে জানানো হয়েছে। তদন্ত চলছে।”
তবে আহতদের অবস্থা বা দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
সিটি কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার (অক্টোবর ১২) নির্ধারিত Cars ‘N Copters on the Coast’ ইভেন্ট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন