নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে না রিজার্ভ চুরির রিপোর্ট
বাংলাদেশ ব্যাংকের চাঞ্চল্যকর রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আগামীকাল (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে না। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ এই তথ্য নিশ্চিত করেছেন।
অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ চুরির পুরো অর্থই ফেরত পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। এনিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তাই এখনই এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন