নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
মোটরসাইকেল না দেয়ায় ঘরে আগুন, মারা গেলেন বাবা!
ফরিদপুর সদর উপজেলার কমলাপুর এলাকায় ছেলের দেওয়া আগুনে দগ্ধ বাবা এটিএম রফিকুল ইসলাম হুদা (৪৮) চিকিৎসাধীন অবস্থায় বার্ন ইউনিটে মারা গেছেন।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বার্ণ ইউনিটের আইসিইউতে মারা যান তিনি।
নিহতের ভাগ্নে সেতু জানান, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তার ছেলে তানভীর হুদা মুগ্ধ (১৭) নতুন মডেলের মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবা ও মা সিলভিয়া হুদার ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে দগ্ধ অবস্থায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বার্ন ইউনিটের অধ্যাপক সাদ্দাত খন্দকার জানান, তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন