দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি
আলিয়ার ঠোঁটে হাশমির অনীহা
বলিউডের সিরিয়াল কিসার খ্যাত ইমরান
হাশমি অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে অভিনয়করতে অনীহা প্রকাশ করেছেন। সম্প্রতি নতুনএকটি ছবি অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হয়েছেআলিয়া ভাট। কথা ছিল এই ছবিতে তার বিপরীতেথাকবেন ইমরান হাশমি। কিন্তু আলিয়ার সঙ্গেঅভিনয় করতে অস্বীকৃতি জানিয়েছেন ইমরান।ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, আলিয়া ভাট ওইমরান হাশমি একে অপরের কাজিন। তাদেরপারিবারিক যোগাযোগও ভালো। তাছাড়া আলিয়াকেছোট বোনের মতোই স্নেহ করেন ইমরান। এ কারণেআলিযার সঙ্গে কোনো ছবিতে খোলামেলা দৃশ্যেঅভিনয় করা ইমরানের পক্ষে সম্ভব নয়।এ প্রসঙ্গে ইমরান হাশমির কাছে জানতে চাইলেতিনি বলেন, ‘আলিয়া অত্যন্ত মেধাবী অভিনেত্রী।কিন্তু তার সঙ্গে কোনো রোম্যান্টিক দৃশ্যে অভিনয়করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ ছোট বেলাথেকেই ভাই-বোনের মতো বড় হয়েছি আমরা।’এদিকে ছবির নাম এখন চূড়ান্ত হয়নি। পাশাপাশিঅভিনেতাও চূড়ান্ত হয়নি। তাই ছবিটি নিয়েবেকায়দায় পরেছেন পরিচালক।
শেয়ার করুন