চার গুণীজনকে একান্নবর্তী-রণজিৎ বিশ্বাস স্মৃতি সম্মাননা প্রদান
‘আসুন প্যানিক না করে, কাজ করি’
বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজি তিশা। নিজের ফেসবুক পাতা এক স্ট্যাটাসে তিশা লিখেন, ‘বন্যা পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। এই মুহুর্তে দরকার সবাই মিলে পরিস্থিতি মোকাবিলা করা।’
সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিশা বলেন, ‘ত্রান, স্বেচ্ছাসেবা যে যেটা দিয়ে পারি একসাথে কাজ করি সবাই চলেন। আমাদের টিম ত্রাণ নিয়ে কাজ করছে এমন সংগঠনের সাথে কোঅরডিনেশন করে কাজ করছে।’
তিশা আরো বলেন, ‘আসুন প্যানিক না করে, কাজ করি। আর প্রার্থনা করি উজানে যেনো বৃষ্টি কমে।’
এলএবাংলাটাইমস/ই/এলআরটি
শেয়ার করুন