আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

        লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২৯০ মৃত্যুর প্রতিবাদে সিটি হলের সামনে ব্যতিক্রমী ‘ডাই-ইন’ বিক্ষোভ

        মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

        যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ডব্লিউএইচওর রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্কে যোগ দিল ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেসে গৃহহীন তহবিল আত্মসাৎ: দাতব্য সংস্থার প্রধান গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

        ট্রাম্পের কাছে ‘নতি স্বীকার’ না করতে বিশ্বনেতাদের কড়া বার্তা নিউজমের

        ২০২৫ সালের শেষে ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম কমেছে, বিক্রি বেড়েছে

        সেতু উন্নয়নকাজের জন্য রাতে ইউএস-১০১ ফ্রিওয়ে বন্ধ থাকবে

        ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলেসের ডাউনটাউন

        অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মিনেসোটার শীর্ষ নেতাদের সমন জারি

        চতুর্থ সন্তানের মা হতে চলেছেন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স

        দক্ষিণ ক্যারোলাইনায় হামের সংক্রমণ বেড়েই চলেছে

        দুর্ঘটনায় ফার্মেসির ভেতরে ঢুকে পড়ল টেসলা, আহত ২

        ইন্ডিওর কাছে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ‘এটা বর্ণভিত্তিক প্রোফাইলিং’: অরেঞ্জ কাউন্টিতে ফেডারেল অভিবাসন অভিযানে আতঙ্ক

        গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক হুমকি বাস্তবায়নের অঙ্গীকার ট্রাম্পের, ইউরোপীয় ইউনিয়নের সতর্ক বার্তা

লস এঞ্জেলেস পুলিশ প্রধানের সঙ্গে বাফলা নেতৃবৃন্দের বৈঠক, ৯১১ নাম্বারেও মিলছে বাংলায় সেবা

লস এঞ্জেলেস পুলিশ প্রধানের সঙ্গে বাফলা নেতৃবৃন্দের বৈঠক, ৯১১ নাম্বারেও মিলছে বাংলায় সেবা

ভার্চুয়াল আলোচনার ছবি


যুক্তরাষ্ট্রে নতুন প্রবাসী কিংবা অভিবাসীরা প্রথম যে সমস্যাগুলো মোকাবিলা করেন তার মধ্যে অন্যতম ইংরেজি ভাষায় কম দক্ষতার বিষয়টি। তারা দেশটিতে পৌঁছানোর পর আইনি, চিকিৎসা, পারিবারিক বা অন্য যেকোনো জরুরি সমস্যায় সাহায্যের জন্য অনেক ক্ষেত্রেই গুছিয়ে তাদের সমস্যার কথা ইংরেজিতে বলতে পারেন না।

এক্ষেত্রে সরকারি দফতরে ট্রান্সলেটর বা দোভাষী নিয়োগ বিষয়ে আলোচনা করতে সম্প্রতি বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস-বাফলা’র নেতৃবৃন্দ এক ভার্চুয়াল বৈঠকে বসেছে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টর (এলএপিডি) কর্মকর্তাদের সাথে। ভার্চুয়াল সভায় এলএপিডি জানায়, জরুরি জাতীয় নম্বর ৯১১ এর মাধ্যমে এখনো চাইলে ইংরেজিতে একটু কম দক্ষ যে কেউ বাংলা ভাষার অপশন ব্যবহার করে বাংলায় নিজের সমস্যার কথা জানতে পারবেন। যদিও লস এঞ্জেলেসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অনেকেই এ তথ্যটি সম্পর্কে অবগত নয়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে এলএপিডির পুলিশ প্রধান মাইকেল মুর, ৯১১ এর অপারেটর ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন, বাফলার বর্তমান সভাপতি শিপার চৌধুরী ও সেক্রেটারি লেফটেন্যান্ট জিয়া ইসলাম, বাফলার প্রথম সভাপতি ডাক্তার আবুল হাসেম, বাফলার ফাউন্ডার ডঃ মাহবুব খান, বাফলার সাবেক সভাপতি জসিম আশরাফী, বাফলার ফাইন্যান্স সেক্রেটারি ফারুক হাওলাদার, বাফলার অর্গানাইজিং সেক্রেটারি খোরশেদ আলম রতন, বাফলার পাবলিক রিলেশন্স সেক্রেটারি আব্দুস সামাদ, জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার নবনির্বাচিত সভাপতি আবুল হাসনাত রায়হান, সেক্রেটারি সৈয়দ নাসির উদ্দিন জেবুল ও সদ্য বিদায়ী সেক্রেটারি বদরুল আলম মাসুদ, আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (এএবিইএ) সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার সভাপতি ইঞ্জিনিয়ার শহিদ আলম ও অন্যান্যরা।

বাফলার প্রেসিডেন্ট শিপার চৌধুরী বক্তব্যের শুরুতে পুলিশ প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনায় স্বাগতম জানান। তিনি সবার নিকট ধন্যবাদ জ্ঞাপন করেন সময় দেওয়ার জন্য। শিপার চৌধুরী কমিউনিটির যেকোনো স্বার্থে পুলিশ সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে বলেন, “আজকের এই মিটিং এর মাধ্যমে পুলিশ বিভাগের সাথে আমাদের গভীর সম্পর্ক স্থাপন হলো। বাংলাদেশি কমিউনিটি লস এঞ্জেলেসের অগ্রযাত্রায় দীর্ঘ সময় ধরে অবদান রেখে যাচ্ছে। তাদেরও শান্তি ও নিরাপদে বসবাসে পাশে থেকেছে এলএপিডি’র পুলিশ সদস্যরা।”

এছাড়া, যুক্তরাষ্ট্রের ‘হেট ক্রাইম’ বেড়ে যাওয়ায় কমিউনিটির প্রতিনিধিরা তাদের উদ্বিগ্নতার কথা জানান। সে বিষয় নিয়েও কথা বলেন পুলিশ কর্মকর্তারা। ভার্চুয়াল আলোচনায় এলএপিডি প্রধান মাইকেল মুর বলেন, “বাংলাদেশি কমিউনিটির বাসিন্দারা শান্তি প্রিয়, তারা আইন মেনে চলে এবং তাদের প্রতি আমারও শ্রদ্ধা আছে। অপরাধ কমিয়ে আনতে কমিউনিটির সচেতনতা গুরুত্বপূর্ণ। আমরাও চাইব এলএপিডিতে আরো বাংলাদেশিরা কমিউনিটির বাসিন্দারা যোগ দিক।”

এছাড়া আলোচনায় মাইকেল মুর কমিউনিটির জন্য পুলিশের বিভিন্ন মানবিক পদক্ষেপ তুলে ধরেন ও বাফলার প্রেসিডেন্ট শিপার চৌধুরী তাকে আসন্ন কমিউনিটির প্যারেডে উপস্থিত থাকার অনুরোধ করলে তিনি তাতেও সম্মতি দেন।

বৈঠকে অফিসাররা জানান, বাংলাদেশি বংশোদ্ভুতরা চাইলে তাদের প্রয়োজনে ৯১১ এর মাধ্যমে বাংলা ভাষার অপশন ব্যবহার করতে পারবেন। বৈঠকে তারা বাংলা ভাষায় জরুরি সেবা নিয়ে একটি প্রেজেন্টেশনও উপস্থাপন করেন। বাফলার নেতৃবৃন্দ মত দেন, এ সেবার বিষয়টি এখন লস এঞ্জেলেস এর বাংলাদেশি কমিউনিটিতে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।

বাফলার পাবলিক রিলেশন্স সেক্রেটারি ও এলএ বাংলা টাইমসের সিইও আব্দুস সামাদ তার বক্তব্যের শুরুতে পুলিশ প্রধানকে এলএপিডিতে তার দক্ষতা ও সফল নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “দীর্ঘদিন যাবৎ এলএ বাংলা টাইমস কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছে। আমরা এলএপিডির সাথেও যেকোনো প্রয়োজনে কাজ করতে আগ্রহী।”

শেয়ার করুন

পাঠকের মতামত