ভিয়েতনামী পিতা এক মাসেরও বেশি সময় ধরে আটক: ক্যালিফোর্নিয়ায় পরিবার বিচ্ছেদের আশঙ্কা
ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে লস এঞ্জেলেসে টানা সাতদিন ধরে বিক্ষোভ
ছবিঃ এলএবাংলাটাইমস
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযানের প্রতিবাদে লস এঞ্জেলেসে টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ চলছে। শনিবার (স্থানীয় সময়) শহরের কেন্দ্রস্থলে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে শত শত মানুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল করেন।
বিক্ষোভকারীরা বয়েল হাইটসের মারিয়াচি প্লাজা থেকে যাত্রা শুরু করে এবং সিটি হলের সামনে গিয়ে সমবেত হন। পুরো সপ্তাহজুড়ে স্কুল শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে, আর শনিবার তাদের সঙ্গে যোগ দেন স্কুল শিক্ষক ও অভিভাবকেরা। এই শান্তিপূর্ণ প্রতিবাদের আয়োজন করেছিল "সেন্ট্রো কমিউনিটি সার্ভিস অর্গানাইজেশন"।
প্রতিবাদে অংশ নেওয়া অ্যাঞ্জেলিকা রেয়েস বলেন, "আমাদের শিক্ষার্থী ও পরিবারগুলোর জন্য আমাদের রাস্তায় নামা জরুরি।অনেক পরিবার এখন আতঙ্কিত, কিন্তু আমরা তাদের দেখাতে চাই যে তাদের ভয়ের কিছু নেই। তারা এখানেই থাকবেন, আমরা তাদের ভালোবাসি এবং রক্ষা করব। যদি কেউ তাদের রক্ষা না করে, আমরা নিজেদের সুরক্ষা নিজেরাই নিশ্চিত করব।"
শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে বিক্ষোভকারীরা ফার্স্ট ও টেম্পল স্ট্রিটের মধ্যবর্তী দক্ষিণমুখী স্প্রিং স্ট্রিট পুরোপুরি বন্ধ করে দেন। বিকেল ২টা ৫২ মিনিটে পুলিশ জানায়, বিক্ষোভকারীরা সিজার ই. চাভেজ এভিনিউর কাছে ব্রডওয়ে সম্পূর্ণ অবরুদ্ধ করে ফেলেছেন। পরে তারা আবার উত্তর দিকে ফিরে যান।
২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসন নীতিতে কঠোরতা আনেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বড় শহরগুলোতে অভিবাসী আটকের অভিযান চালাচ্ছে।
পুরো সপ্তাহজুড়ে বিক্ষোভে দেখা গেছে, মানুষের হাতে লেখা পোস্টার – "যারা খাওয়ায়, তাদের হাত কামড়াবেন না"। অভিবাসীদের বিশেষ করে মেক্সিকো থেকে আসা কৃষি ও সেবা খাতের শ্রমিকদের অবদানের প্রতি গুরুত্ব দিয়েই এই বার্তা দেওয়া হয়েছে।
শুক্রবারের বিক্ষোভের সময় সহিংসতা ছড়িয়ে পড়ে। গ্র্যান্ড পার্কে অভিবাসন বিষয়ক এক প্রতিবাদে অংশ নেওয়া ১৭ বছর বয়সী এক কিশোর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়।
দুপুর ১টা ৩০ মিনিটের দিকে স্প্রিং স্ট্রিটের ২০০ নম্বর ব্লকের কাছে তাকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, কিশোরটি রক্তাক্ত অবস্থায় shirtless হয়ে আছে এবং আশেপাশের মানুষ তার ক্ষত সামলানোর চেষ্টা করছে।
আরেকটি ভিডিওতে ছুরিকাঘাতের মুহূর্তটি দেখা যায়। এতে বেশিরভাগ ব্যক্তি নাবালক বলে মনে হয়।
পুলিশ জানিয়েছে, হামলাকারী একজন কিশোর, তবে সে বিক্ষোভে অংশ নিয়েছিল কি না, তা জানা যায়নি।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ওই ব্যক্তি সন্দেহভাজন হামলাকারী কিনা, তা নিশ্চিত করা হয়নি।
এদিকে, এফবিআই-এর মুখপাত্র লরা আইমিলার জানিয়েছেন, লস এঞ্জেলেসে কোনো বড় অভিযান নিয়ে মন্তব্য করা সম্ভব নয়, তবে জানুয়ারির শেষ দিক থেকেই সংস্থাটি অভিবাসন অভিযানে সহায়তা করছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন