ওষুধ নয়, অস্ত্রোপচারও নয়: সহজ হাঁটার কৌশলেই আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাফল্য বিজ্ঞানীদের
ক্যালিফোর্নিয়ার অ্যাকটনে গাড়ির ভেতরে দুইজনের মরদেহ উদ্ধার
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (CHP) জানায়, রবিবার অ্যাকটনের একটি খাদের ভেতর দুটি গাড়ি পাওয়া যায়। এর মধ্যে একটি গাড়ি খালি ছিল এবং অন্যটিতে দুজনের মরদেহ পাওয়া গেছে।
CHP-এর তথ্যমতে, স্থানীয় সময় সকাল প্রায় ৮টা ২৪ মিনিটে মাউন্ট এমা রোড এবং অ্যাঞ্জেলেস ফরেস্ট হাইওয়ের কাছাকাছি এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে আরেকজন উপস্থিত ছিলেন, যিনি কারও খোঁজে এসেছিলেন বলে CHP জানিয়েছে। তবে তিনি মৃতদের আত্মীয় কিনা নাকি শুধুই ঘটনাটি রিপোর্ট করেছেন—তা স্পষ্ট নয়।
CHP ধারণা করছে, গাড়িগুলো বেশ কিছু সময় ধরে খাদে পড়ে ছিল, তবে কতক্ষণ ধরে সেখানে ছিল তা এখনো নিশ্চিত নয়।
স্থানীয় পুলিশের আনুষ্ঠানিক তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য যুক্ত করা যাবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন