আপডেট :

        “ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ

        ক্লাব বিশ্বকাপে খেলায় Musiala ইনজুরিতে পরাজিত বায়ার্ন — PSG সেমিতে জয়ী

        করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে: একদিনে ২৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত, একজনের মৃত্যু

        “সাইফুল হক: রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে”

        পাওয়ার প্লেতে ব্যাটিং-ঝড় তোলায় দম বন্ধ করা পরিবেশ

        কার ওপর ক্ষোভ ঝাড়লেন শ্রীলেখা

        “পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে আফগান সন্ত্রাসী গোষ্ঠীর ৩০ সদস্য নিহত”

        টেকনাফে ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পসহ ১৫০০ ঘরবাড়ি ডুবে গেছে

        ঢাকাতে উল্টো পথে রথ টেনে সম্পন্ন রথ উৎসব—ভক্তদের আনন্দ ও ধর্মীয় আবেগের মেলবন্ধন

        সংরক্ষণ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগ

        “দীর্ঘ মন্দা ভেঙে ঢেউ উঠছে: ১১ মাস পর শেয়ারদরের পুনর্গতি”

        “পবিত্র আশুরা উদযাপন শুরু—কারবালার শোক ও উপবাসের দিন আজ”

        “পবিত্র আশুরা উদযাপন শুরু—কারবালার শোক ও উপবাসের দিন আজ”

        “মঈন খান: ফ্যাসিস্ট সরকারের আমলে গুম-হত্যা ছিল রুটিন কাজ”

        মালয়েশিয়া ‘জঙ্গি’ সন্দেহে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার; ঢাকা দিচ্ছে সহযোগিতার প্রতিশ্রুতি

        মালয়েশিয়া পুলিশের সতর্কতা: ভাঙলেও বাংলাদেশের জঙ্গি হুমকি মুছে যায়নি

        এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ নারী দল

        স্কুলে মোবাইল নিষেধাজ্ঞা কার্যকর: নেদারল্যান্ডে ফোকাস ও ফলাফলে বৃদ্ধি

        মঈন খান আ’লীগকে ‘পলায়নকারী শক্তি’ বললেন

        কাদের গনি চৌধুরী: ভারতের পুশ-ইন কৌশল বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি

দুই মেয়র থাকলেও নগরে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল অবস্থা

দুই মেয়র থাকলেও নগরে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল অবস্থা

মেয়র দুইজন। একজন দায়িত্বপ্রাপ্ত, অপরজন নবনির্বাচিত। দায়িত্বপ্রাপ্ত মেয়র আরিফুল হক চৌধুরীর মেয়াদ আছে আরও প্রায় সাড়ে ৩ মাস। আর নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব নেবেন ৭ নভেম্বর।

সিলেট সিটি করপোরেশনের দুই মেয়র থাকলেও নগর বেহাল। অনেকটা অভিভাবকহীনভাবে চলছে সিলেট নগরী। উন্নয়ন তদারকি ও নাগরিক দুর্ভোগ নিরসনের চেয়ে দলীয় রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়েছেন আরিফুল হক চৌধুরী। ফলে নগরজুড়ে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল অবস্থা। এতে বেড়েই চলছে জনদুর্ভোগ।

সিলেট নগরীর যানজট নিরসনে আরিফুল হক চৌধুরীর নেওয়া বেশ কিছু উদ্যোগ নগরবাসীর কাছে প্রশংসিত হয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল ব্যস্ততম সড়কগুলো প্রশস্তকরণের পাশাপাশি ডিভাইডার ও প্রশস্ত ফুটপাত নির্মাণ, হকার নিয়ন্ত্রণ এবং বারুতখানা-জল্লারপাড় ও কোর্টপয়েন্ট-চৌহাট্টা সড়কে রিকশা চলাচল বন্ধ।

এছাড়া নগরীর জলাবদ্ধতা নিরসনে তিনি কাউন্সিলর ও নগরভবনের কর্মকর্তাদের সমন্বয়ে কয়েকটি টিমও গঠন করেন। কিন্তু মেয়র আরিফের নেওয়া এই উদ্যোগুলো এখন মুখ থুবড়ে পড়েছে। নজরদারি কমে যাওয়ায় পুরো নগরজুড়ে সৃষ্টি হয়েছে ভজঘট অবস্থা। সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফশিল ঘোষণার আগের দিন লন্ডনে যান আরিফুল হক চৌধুরী। তারেক রহমানের সাথে বৈঠকও করেন। নির্বাচন নিয়ে আরিফের সিদ্ধান্ত জানতে নগরবাসী অপেক্ষায় ছিলেন তাঁর।

গত ১৬ এপ্রিল তিনি দেশে ফিরেন। সিদ্ধান্ত জানাতে সময় নেন আরও এক মাস সময়। সর্বশেষ সমাবেশ করে নির্বাচন না করার ঘোষনা দেন। লন্ডন থেকে দেশে ফেরার পর থেকে নগরীর উন্নয়ন কর্মকান্ড তদারকি ও জনদুর্ভোগ সংক্রান্ত বিষয়াদি থেকে ব্যস্ততা কমিয়ে দেন আরিফ। নগরভবনের চেয়ে দলীয় রাজনীতিকে বেশি গুরুত্ব দিতে থাকেন তিনি। ফলে অভিভাবকশূণ্য হয়ে পড়ে সিলেট। এই সুযোগে সিলেট নগরীর ব্যস্ততম সবকটি সড়কের পাশের ফুটপাত হকারদের দখলে চলে যায়।

বিকেল হলে নগরীর সবচেয়ে ব্যস্ততম বন্দরবাজার-চৌহাট্টা সড়কটিও হকারদের দখলে চলে যেতে থাকে। হকাররা ফুটপাতের পাশাপাশি সড়কের অর্ধেকের বেশি দখল করে তাদের জিনিসপত্র সাজিয়ে রাখেন। একই অবস্থা আম্বরখানা, মদিনামার্কেট, রিকাবিবাজার, শিবগঞ্জসহ ব্যস্ততম সকল সড়কে। এছাড়া আগে যেসব সড়ক দিয়ে রিকশা চলাচল বন্ধ ছিল সেগুলোও উন্মুক্ত হয়ে যায়। আগে নগরীর কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, জল্লারপাড়, বারুতখানা, তাঁতীপাড়া ও চৌহাট্টায় সিটি করপোরেশনের কর্মীরা রিকশা আটকানোর কাজ করতেন। কিন্তু আরিফুল হক চৌধুরী ১৬ এপ্রিল লন্ডন থেকে ফেরার পর থেকে ওইসব স্থান থেকে সিটি করপোরেশনের কর্মীদের প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে এসব রাস্তা দিয়ে অবাধে রিকশা চলাচল শুরু হয়। রাস্তা ও ফুটপাতে হকার এবং রিকশার দৌরাত্মের কারণে নগরজুড়ে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

ঈদের আগে নগরবাসী দু’দফা ভয়াবহ জলাবদ্ধতার শিকার হলেও দেখা মিলেনি মেয়র আরিফের। তিনি ওই সময় ঢাকায় দলীয় কাজে ব্যস্ত ছিলেন। আগে নগরভবনের ব্যস্ততা ও উন্নয়ন কাজ তদারকির অজুহাত দেখিয়ে দলীয় রাজনীতিতে থেকে সরে থাকার চেষ্টা করতেন আরিফ। আর নির্বাচনের পর থেকে তিনি চলছেন উল্টো। বেশিরভাগ সময়ই তিনি রাজনীতি নিয়ে ঢাকা ও সিলেটে ব্যস্ত সময় পার করছেন। ফলে নগরভবনেও যাচ্ছেন না নিয়মিত।

সিলেট নগরীর বিশৃঙ্খল অবস্থা প্রসঙ্গে মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দলীয় সভা নিয়ে তিনি ঢাকায় ব্যস্ত আছেন। তবে জনদুর্ভোগ নিয়ে অমনযোগিতার কথা অস্বীকার করেন তিনি। এদিকে, আগামী ৭ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। ৩ জুলাই শপথ নিলেও বর্তমান পরিষদের মেয়াদ থাকায় তিনি দায়িত্ব নিতে পারছেন না। তবে দায়িত্ব নেওয়ার পরই একটি সুশৃঙ্খল ও পরিকল্পিত নগরীর গড়তে পরিকল্পনা তৈরির কথা জানিয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত