আপডেট :

        “ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ

        ক্লাব বিশ্বকাপে খেলায় Musiala ইনজুরিতে পরাজিত বায়ার্ন — PSG সেমিতে জয়ী

        করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে: একদিনে ২৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত, একজনের মৃত্যু

        “সাইফুল হক: রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে”

        পাওয়ার প্লেতে ব্যাটিং-ঝড় তোলায় দম বন্ধ করা পরিবেশ

        কার ওপর ক্ষোভ ঝাড়লেন শ্রীলেখা

        “পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে আফগান সন্ত্রাসী গোষ্ঠীর ৩০ সদস্য নিহত”

        টেকনাফে ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পসহ ১৫০০ ঘরবাড়ি ডুবে গেছে

        ঢাকাতে উল্টো পথে রথ টেনে সম্পন্ন রথ উৎসব—ভক্তদের আনন্দ ও ধর্মীয় আবেগের মেলবন্ধন

        সংরক্ষণ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগ

        “দীর্ঘ মন্দা ভেঙে ঢেউ উঠছে: ১১ মাস পর শেয়ারদরের পুনর্গতি”

        “পবিত্র আশুরা উদযাপন শুরু—কারবালার শোক ও উপবাসের দিন আজ”

        “পবিত্র আশুরা উদযাপন শুরু—কারবালার শোক ও উপবাসের দিন আজ”

        “মঈন খান: ফ্যাসিস্ট সরকারের আমলে গুম-হত্যা ছিল রুটিন কাজ”

        মালয়েশিয়া ‘জঙ্গি’ সন্দেহে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার; ঢাকা দিচ্ছে সহযোগিতার প্রতিশ্রুতি

        মালয়েশিয়া পুলিশের সতর্কতা: ভাঙলেও বাংলাদেশের জঙ্গি হুমকি মুছে যায়নি

        এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ নারী দল

        স্কুলে মোবাইল নিষেধাজ্ঞা কার্যকর: নেদারল্যান্ডে ফোকাস ও ফলাফলে বৃদ্ধি

        মঈন খান আ’লীগকে ‘পলায়নকারী শক্তি’ বললেন

        কাদের গনি চৌধুরী: ভারতের পুশ-ইন কৌশল বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি

২ হাজার ৬৮১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

২ হাজার ৬৮১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট সমূহের জরুরি পুনর্বাসন ও পুনঃনির্মাণ’ প্রকল্পসহ ১৯ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে জানান, অনুমোদিত ১৯ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৬৬ কোটি ৫২ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৬০ কোটি ১৯ লাখ টাকা, বৈদেশিক ঋণ সহায়তা থেকে ৫ হাজার ৫৫৫ কোটি ৬১ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৪৫০ কোটি ৭২ লাখ টাকা ব্যয় করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. মোহাম্মদ ইমদাদ উল্লা মিয়ান এবং আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন। আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বাকী, একেএম ফজলুল হক।

এদিকে, অনুমোদিত প্রকল্পের মধ্যে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর, শান্তিগঞ্জসহ সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলার জন্য মোট ১৭৪২ কোটি টাকা এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ ও লাখাই উপজেলার জন্য ৯৩৯ কোটি টাকাসহ সর্বমোট ২৬৮১ কোটি টাকা ব্যয় হবে। কাজগুলোর মধ্যে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি সড়ক প্রশস্তকরণ (পাকা রাস্তা ১৮ ফুট থেকে ৩৪ ফুটে উন্নীতকরণ), জগন্নাথপুর উপজেলার কাটাগাঙে আর,সি,সি সেতু নির্মাণ, সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ উপজেলা সদর অংশে ২ কিলোমিটার ৪ লেন সড়ক নির্মাণ, শান্তিগঞ্জ বাজার, পাগলা বাজার, নোয়াখালি বাজার, ডাবর পয়েন্ট ও জগন্নাথপুর বাজার ইত্যাদি বাজারে গোলচত্বর/ ইন্টারসেকশন নির্মাণ ও সৌন্দর্যবর্ধন কাজ এবং বিভিন্ন স্থানে কনক্রিট স্লোপ প্রোটেকশনের মাধ্যমে সড়ক বাঁধের স্থায়ী রক্ষাপ্রদ কাজ উল্লেখ রয়েছে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, সাড়ে ৭০০ কোটি টাকা বরাদ্দে ১৮ ফুট থেকে ৩৪ ফুট সড়ক প্রশস্তকরণ, কাটাগাঙ্গের সেতু নির্মাণ ও কয়েকটি গোলচত্বর ও বাঁক সোজাকরণ কাজ করা হবে। সুনামগঞ্জ জেলার উন্নয়ন প্রকল্পের জন্য একনেকে অনুমোদিত এ প্রকল্পসমূহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।

এদিকে, প্রকল্প অনুমোদন হওয়ায় সুনামগঞ্জ-৩ আসনের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় আনন্দ- উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জগন্নাথপুর উপজেলার তিন প্রকল্প অনুমোদন হওয়ায় উপজেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অসংখ্য পোস্ট পরিলক্ষিত হচ্ছে।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, এ প্রকল্পের মাধ্যমে সুনামগঞ্জ জেলাবাসীর সড়ক যোগাযোগ সহজ ও সহজতর হবে। সুনামগঞ্জের উন্নয়নের মহানায়ক এম এ মান্নান বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পিছিয়ে থাকা সুনামগঞ্জকে উন্নয়নের মূল¯্রােতে নিয়ে আসায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির ঐকান্তিক প্রচেষ্টায় সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় এসব উন্নয়ন প্রকল্প অনুমোদন হওয়ায় শান্তিগঞ্জে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মিষ্টি বিতরণ করা হয়।
সুনামগঞ্জ-৩ আসন (শান্তিগঞ্জ-জগন্নাথপুর), সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ ও ছাতকসহ অন্যান্য উপজেলার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবির্তন হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, আওয়ামী লীগ নেতা ননী গোপাল, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মইনুল, বছির আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ, কৃষকলীগ নেতা জালাল উদ্দিন, সমাদ মিয়া প্রমুখ।
মিষ্টি বিতরণ ও সংক্ষিপ্ত সভাশেষে পরিকল্পনামন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত