শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
সিডনিতে বাংলা আর্ট এক্সিবিশন ৯ ফেব্রুয়ারি
আসছে ৯ই ফেব্রুয়ারি শনিবার সিডনী’র ব্যাঙ্কস টাউন আর্ট সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা লোকজ উৎসব”। আয়োজনেবাংলা আর্ট এক্সিবিশন”।বাংলাদেশেরবিভিন্নধারারশিল্পচর্চাকেবিশ্বজনীনভাবেতুলেধরতেআয়োজিতহচ্ছে এই লোকজ উৎসব।গান, কবিতা, নাচ ছাড়াও এবারের বিশেষ আকর্ষণ রয়েছে মঙ্গল সর্দারের লাঠিয়াল খেলা’। অনুষ্ঠানের সময়সীমা সন্ধ্যা ৬টা।
বাংলা আর্ট এক্সবিশিনের কো-অর্ডিনেটর শুভ্রা মুস্তারিন জানান, এই লোকজ উৎসব প্রবাসে বাংলাদেশের শিল্পকলার স্বকীয়তাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার একটি ইতিবাচক প্রচেষ্টা। বাংলা আর্ট এক্সিবিশন মূলতঃ বড়োদের ওশিশু-কিশোরদেরদের আঁকা শিল্পকর্ম, প্রদর্শনের মাধ্যমে এদেশীয় সংস্কৃতির সাথে পরিচিত করার একটি প্রয়াস। এ আয়োজনের একটি বিশেষ আকর্ষণ হলো প্রবাসী বাংলাদেশী ছাড়াও অন্যান্য কমিউনিটি ও অস্ট্রেলীয়ার মুলধারায় দর্শক ও গুণগ্রাহীদের উপস্থিতি ও মূল্যায়ন।উল্লেখ্য, বাংলা আর্ট এক্সবিশনে” প্রদর্শিত হয় মুলত চিত্রকলা, আলোক চিত্র, ভাস্কর্য, ঐতিহ্যবাহী নকশীকাঁথা, পটচিত্র, বিভিন্ন লোকজ ও কারুশিল্প।
এলএবাংলাটাইমস/এএল/এলআরটি
শেয়ার করুন