কানাডা প্রবাসী লেখক মোল্লা বাহাউদ্দীনের ইন্তেকাল
চলে গেলেন কানাডা প্রবাসী লেখক মোল্লা বাহাউদ্দীন। স্থানীয় সময় সোমবার রাতে টরন্টোস্থ ইস্ট জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তার প্রকাশিত গ্রন্থসমূহ: রোমন্থন (গল্প সংগ্রহ) বিবিসাব (গল্প সংগ্রহ) সীমান্ত সংবাদ (উপন্যাস) কালোরক্ত (উপন্যাস) স্বপ্ন নগরী নিউ ইয়র্ক(উপন্যাস) রাজাকারের জবানবন্দি (গল্প সংগ্রহ) ইত্যাদি।
News Desk
শেয়ার করুন